গত বছর সেপ্টেম্বর মাসে Samsung Galaxy A06 4G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। GSMA ডেটাবেসে এই ফোনের 5G ভার্সন লিস্টেড হয়েছিল। এর মাধ্যমে ফোনের Samsung Galaxy A06 5G মার্কেটিং নাম জানা গিয়েছিল। এবার সম্প্রতি গীকবেঞ্চ সাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ A06 5G ফোনটি লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি আপকামিং ফোনটি A0x সিরিজের প্রথম কম দামে 5G ফোন হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy A16 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট
Samsung Galaxy A06 5G এর গীকবেঞ্চ লিস্টিং
- আমরা গীকবেঞ্চ লিস্টিঙে Samsung Galaxy A06 5G ফোনটি ‘SM-A066B’ মডেল নাম্বার সহ স্পট করেছি। এর আগে GSMA ডেটাবেস লিস্টিঙে একই মডেল নাম্বার দেখা গিয়েছিল।
- গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 731 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 1,816 স্কোর পেয়েছে।
- Samsung Galaxy A06 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ান ইউআই 7 কাস্টম স্কিন সহ পেশ করা হবে।
- ফোনটি 3.43GB (4GB) RAM ভেরিয়েন্ট সহ পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের সময় আরও স্টোরেজ অপশন যোগ করা হতে পারে।
- অক্টাকোর চিপসেটে 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.40GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর রয়েছে। সোর্স কোড সেকশনে গ্রাফিক্সের জন্য
- ফোনে মালী G615 MC2 GPU দেওয়া হবে বলে জানা গেছে। ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে এখনও পর্যন্ত Samsung Galaxy A06 5G ফোনটি সম্পর্কে এইসব তথ্য জানা গেছে। তবে আপকামিং ফোনটি অনলাইনে দেখতে পাওয়া যাচ্ছে, তাই পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই জানানো হবে বলে আশা করা হচ্ছে।
A সিরিজের অধীনে Samsung Galaxy A06 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে আগের Samsung Galaxy A06 4G মডেলের থেকে আপকামিং ফোনটির দাম কিছুটা বেশি রাখা হতে পারে। আগের মডেলের 4GB+64GB স্টোরেজের দাম 9,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজের দাম 11,499 টাকা রয়েছে।