খুব তাড়াতাড়ি স্যামসাঙ তাদের গ্যালাক্সি এ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন হিসাবে নতুন Galaxy A06 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে টিপস্টার অভিষেক যাদব এই ফোনের দাম লিকের মাধ্যমে শেয়ার করেছেন। আপকামিং ফোনটির দাম প্রকাহ্যে আসায় কোম্পানির ফ্যানদের এই ফোনটি নিয়ে আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। লিক অফিসিয়াল পোস্টার অনুযায়ী, এই ফোনটি ভারতে 10,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে।
Samsung Galaxy A06 5G ফোনের দাম (লিক)
এই ফোনটি বাজারে উপস্থিত বাজেট সেগমেন্টের একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটি 8 মাসের নো কস্ট EMI এর মাধ্যমেও কিনতে পারবেন। এই ফোনটির সঙ্গে কোম্পানি লিমিটেড টাইম অফার হিসাবে Samsung Care+ দিতে পারে। এই অফারে মাত্র 129 টাকার বিনিময়ে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে, সাধারণত এটির দাম 699 টাকা।
Samsung Galaxy A06 will cost 💰 ₹10,499 including card offers in India.
📲 HD LCD 90Hz display 🥲
🔳 MediaTek Dimensity 6300
🍭 Android 15 One UI 7
⚡ No, Adapter in the box ❌#SamsungGalaxyA06 pic.twitter.com/6EHHS54qyj— Abhishek Yadav (@yabhishekhd) February 18, 2025
Samsung Galaxy A06 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
এর আগে টিপস্টার সুধাংশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Samsung Galaxy A06 5G ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই ডিটেইলস নিচে শেয়ার করা হল।
- ডিসপ্লে: Samsung Galaxy A06 5G ফোনে LCD প্যানেল দেওয়া হতে পারে বলে লিকে জানানো হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত এবং HD+ রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির ডিসপ্লে থাকবে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। লিক অনুযায়ী Galaxy A06 ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এবং One UI 7.0 সহ পেশ করা হবে। ফোনটিতে 4 OS + 4 security আপডেট পাওয়া যাবে।
- স্টোরেজ: Samsung Galaxy A06 5G ফোনটি ভারতীয় বাজারে মোট তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটিতে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়া টপ মডেলে 6GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: লিক থেকে জানা গেছে Samsung Galaxy A06 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
- অন্যান্য ফিচার: Galaxy A06 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হতে পারে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। বাজারে এই ফোনটি Blue Black, Light Gray এবং Light Green কালার অপশনে সেল করা হতে পারে।