গুগল প্লে কনসোলে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের A-সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে বাজেট রেঞ্জে Samsung Galaxy A06 স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি বেশ কিছু দিন ধরেই এই ফোনটি সম্পর্কে লিক প্রকাশ্যে আসচ্ছে। এবার গুগল প্লে কনসোল ওয়েবসাইটে আপকামিং ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Samsung Galaxy A06 এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোল ডেটাবেসে আপকামিং ফোনটি “SM-A065F” মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে নতুন ফোনটি Samsung Galaxy A06 নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি আগের A05 মডেলের মতো 4G ডিভাইস হতে চলেছে।
  • লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Samsung Galaxy A06 ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট (MT6769V/CZ) দেওয়া হবে।
  • এই ফোনটিতে 4GB RAM এবং 300DPI সহ 1600x720p রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • Samsung Galaxy A06 ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান UI কোর স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে।
  • লিস্টিং ইমেজ অনুযায়ী আপকামিং ফোনটিতে U-আকার ওয়াটারড্রপ নচ এবং পিনস্ট্রিপ প্যাটার্ন ব্ল্যাক এবং সিলভার কালারে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির PLS এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy A05 ফোনটিতে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সিং লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here