48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে Samsung Galaxy M30s আগামী মাসে হতে পারে লঞ্চ

Samsung তাদের Galaxy M সিরিজের মধ্যে নতুন স্মার্টফোন লঞ্চ ক‍রার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে কোম্পানি Samsung Galaxy M30s লঞ্চ করতে চলেছে। আমাদের পক্ষ থেকে আগেও এই ফোনটির লুক সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য দেওয়া হয়েছে। আবার কয়েক দিন আগে এই মিড রেঞ্জ ফোনটি SM-M307F/DS মডেল নাম্বারের সঙ্গে ওয়াইফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। এবার ফোনটি লঞ্চ সম্পর্কে নতুন তথ্য জানা গেছে।

মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 3 জিবি র‍্যাম, 3500 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরাওয়ালা Lava Z93

IANS বলেছে যে স‍্যামসাং ভারতে 15 সেপ্টেম্বরের আগে পিছে এই ফোনটি লঞ্চ করতে পারে। কোম্পানি তাদের এবছর লঞ্চ করা Galaxy M সিরিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আবার স্মার্টফোন মার্কেটে ইউজারদের তরফ থেকেও Samsung Galaxy M সিরিজ যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে।

Samsung Galaxy M30s সম্পর্কে এখন‌‌ও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে, যা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত হবে। এর সঙ্গে এই ফোনে কোম্পানির ইন হাউস ডেভেলপ করা Exynos প্রসেসর দেওয়া হতে পারে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হলো LG K50s, সঙ্গে এলো LG K40s

ওয়াইফাই অ্যালায়েন্স সার্টিফিকেশনের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M30s ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই সাপোর্ট ও অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে ওয়ান‌ইউআই কাস্টম স্কিনযুক্ত হবে। এর আগে আমরা জানিয়েছিলাম যে স‍্যামসাঙের নয়ডার ফ‍্যাক্টরীতে Samsung Galaxy M30s এর প্রোডাকশন শুরু হয়ে গেছে।

আমাদের পেশ করা ফোটো অনুযায়ী Samsung Galaxy M30s এ সিম ও কার্ডের জন্য ট্রিপল স্লট দেওয়া হবে। এতে এক‌ই সঙ্গে দুটি সিম ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এই লিক থেকে ফোনটির দুটি কালার ভেরিয়েন্ট সম্প‍র্কেও জানা গেছে। একটি ব্ল‍্যাক এবং অপরটি ব্লু। প‍রে হয়তো আরও অন‍্যান‍্য কালার ভেরিয়েন্ট দেখা যেতে পারে তবে এই মুহুর্তে এই দুটি ভেরিয়েন্টকে সঠিক ধরে চলা হচ্ছে। আপাতত আমাদের কাছে ফোনটির ফ্রন্ট প‍্যানেলের ছবি নেই তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি ইনফিনিটি ভি অথবা ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে।

BSNL পেশ করলো নতুন প্রিপেইড প্ল‍্যান, 50 টাকারও কম দামের এই প্ল‍্যানে পাওয়া যাবে 180 দিনের ভ‍্যালিডিটি

Samsung Galaxy M30s এর ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট বডি এই গ্লসি ফিনিশের সঙ্গে পেশ করা হবে। অন‍্যদিকে ডিভাইসের লাইভ ইমেজে ক‍্যামেরা কাট‌আউট থেকে জানা গেছিল এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনটির নিচের প‍্যানেলে স্পিকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here