গীকবেঞ্চে লিস্টেড Samsung Galaxy A15 5G, শীঘ্রই হতে পারে লঞ্চ

Highlights

  • কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে পারে Samsung Galaxy A15 5G।
  • এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্রসেসর যোগ করা হতে পারে।
  • এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য একটি নতুন বাজেট রেঞ্জের 5G ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Samsung Galaxy A15 5G নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। এই ফোনটি A14 5G এর আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে এবং আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি, তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফনিত্র গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: Robot-এর হাতে মানুষের মৃত্যু! 40 বছরের ব্যাক্তিকে “থেতলে” মারল রোবট

Samsung Galaxy A15 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • Samsung Galaxy A15 5G ফোনটি SM-A156B মডেল নাম্বার সহ গীকবেঞ্চ 6 বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে।
  • এই আপকামিং ফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং টেস্টে সিঙ্গেল কোরে 664 এবং মাল্টি কোরে 1717 পয়েন্ট পেয়েছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 2 + 6 কনফিগারেশন সহ অক্টাকোর প্রসেসর থাকবে। এতে দুটি কোর 2.20GHz ক্লক স্পীডসম্পন্ন হবে এবং বাকি 6টি কোরের পীক ফ্রিকোয়েন্সি 2.0GHz হবে বলে জানা গেছে।
  • চিপসেট ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর থাকবে।
  • এই ফোনে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • এছাড়া এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

Samsung Galaxy A15 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চের ডিটেইলস অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali G57 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের সঙ্গে 5MP +2MP ক্যামেরা লেন্স যোগ করা হতে পারে। এই ফোনে 10x জুম ফিচার থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here