Robot-এর হাতে মানুষের মৃত্যু! 40 বছরের ব্যাক্তিকে “থেতলে” মারল রোবট

মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মানুষের সৃষ্টি করা যন্ত্রের হাতেই মানুষের মৃত্যু হতে এতদিন শুধু সিনেমাতেই দেখা গেছে। এই ধরনের ঘটনা বাস্তবে ঘটলে টেকনোলজির ওপর প্রশ্ন অথাই স্বাভাবিক। এবার এমন এক ঘটনার কথা উঠে এসেছে যেখানে মানুষের সুবিধার জন্য তৈরি যন্ত্রই কেড়ে নিয়েছে মানুষের প্রাণ। সাউথ কোরিয়ার এই ঘটনায় এক ব্যাক্তির তৈরি রোবটের হাতেই মৃত্যু হয়েছে সেই ব্যাক্তির। আরও পড়ুন: অর্ডার করা হয় 46 হাজার টাকা দামের Mobile, প্যাকেটে করে বাড়ি এল বাসন মাজার সাবান

হত্যাকারী Robot

সাউথ কোরিয়ার নিউজ এজেন্সির থেকে খবর পাওয়া গেছে একটি রোবট এক মানুষের হত্যা করেছে। যদিও এই হত্যাকে “দুর্ঘটনা” অভিহিত করে কারণ হিসাবে বলে হয়েছে একটি “ভুল” -কে। রিপোর্ট অনুযায়ী Robotic Arm এর কিছু গণ্ডগোলের জন্য এই রোবটটি মানুষ এবং অন্য একটি বক্সের পার্থক্য বুঝতে ভুল করে। দক্ষিণ কোরিয়ার এই ঘটনা গোটা বিস্বকে অবাক এবং ভীত করে দিয়েছে।

রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার সময় সেই কর্মচারী রোবটের সেন্সর অপারেশ্ন চেক করছিলেন। তখন রোবট সেই ব্যাক্তিকে বক্স ভেবে ভুল করে। এরপর অবজেক্টিভ সেন্স করার পর রোবটটি যান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে তাকে ধরে এবং ছুঁড়ে ফেলে দেয়। সেই ব্যাক্তিকে জোরে ধরা এবং সেখানে অবস্থিত অটোমেটিক প্যানেলে ছুঁড়ে ফেলার জন্য তাঁর মুখ এবং বুক অত্যন্ত বাজেভাবে থেতলে যায়। আরও পড়ুন: 32MP Selfie Camera, 16GB RAM এবং 5,400mAh Battery সহ চীনে লঞ্চ হল X100 Pro

মানুষের শরীরের ওজন এবং চাপ সহ্য করার একটি ক্ষমতা আছে। কিন্তু সেই রোবট তাকে অত্যন্ত শক্তভাবে যান্ত্রিক হাতের মাধ্যমে ধরে নেয়। এই দুর্ঘটনার পর তৎক্ষণাৎ সেই ব্যাক্তিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে সেখানে মৃত ঘোষণা করা হয়। রিপোর্ট অনুযায়ী এই রোবটের সেন্সরে আগেও ত্রুটি ধরা পড়েছিল এবং সেটির টেস্টিং চলছিল। এই দুর্ঘটনাও ঘটেছে Robotic Arm এর টেস্টিঙের সময়েই।

টেকনোলজি এবং বিজ্ঞান: সাধু না শয়তান?

এই দুর্ঘটনার পর গোটা বিশ্বের মানুষ ভাবতে বাধ্য হচ্ছেন যে প্রয়োজনের বেশি বিজ্ঞানের ব্যাবহার এবং টেস্টিং কি মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে? সত্যি যদি কোনো যন্ত্র বা টেকনোলজি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে কি সেতিকে সামলানো সম্ভব? দক্ষিণ কোরিয়ার এই দুর্ঘটনার আসল দোষী কে? শুধুমাত্র “যান্ত্রিক গোলযোগ”-এর অজুহাত দিয়ে মানুষের প্রাণের সঙ্গে আপস করে নেওয়া যায়? আরও পড়ুন: WhatsApp-এ কিভাবে করবেন Auto Reply? জেনে নিন পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here