লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy A15 5G এর রেন্ডার ইমেজ, দেখে নিন ডিজাইন

Highlights

  • সামনে এল Samsung Galaxy A15 5G এর ডিজাইন।
  • এতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য গ্যালাক্সি এ সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Samsung Galaxy A15 5G নামে পেশ করা হতে পারে। এই ফোনের লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে ফোনটির রেন্ডার ডিজাইন এবং স্পেসিফিকেশন জানা গেছে। জানিয়ে এর আগে এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও দেখা গেছে। এখানে এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার বলা হয়েছিল। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে অন্য নামে লঞ্চ হবে Redmi Note 13R Pro, জেনে নিন বিস্তারিত

Samsung Galaxy A15 5G এর রেন্ডার (লিক)

  • ছবিতে দেখা যাচ্ছে Samsung Galaxy A15 5G ফোনে ইউ শেপের নচ থাকবে। ফোনটির কোণায় রাউন্ডেড ফ্রেম দেখা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে আগের মতোই এক লাইনে তিনটি ক্যামেরা সেন্সর এবং পাশে একটি ছোট এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে।
  • এই ফোনটি ডার্ক ব্লু, কালারে দেখা গেছে। তবে এই ফোনটি একাধিক কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিঙ রয়েছে।

Samsung Galaxy A15 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 2,400 x 1,080 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali G57 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 128GB পর্যন্ত বিল্ট ইন স্টোরেজ দেওয়া হতে পারে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP থার্ড লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here