Vivo Y12 এর দাম হবে 12,490 টাকা, এতে থাকবে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম খবর দেওয়া হয়েছিল যে Vivo ভারতে তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এর কিছু দিন পরেই কোম্পানি Y17 স্মার্টফোন লঞ্চ করেছিল। আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম কোম্পানি তাদের ওয়াই সিরিজে Vivo Y12 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখন ফোনটি চুপচাপ কোম্পানির পক্ষ থেকে আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে।

PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও

আপনি যদি এই ফোনটি কিনতে চান তবে অফলাইন রিটেইল স্টোরে ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের জন্য 12,490 টাকা এবং ফোনটির 4 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের জন্য 13,490 টাকা দাম দিতে হবে। Vivo Y12 ফোনটি অ্যাকোয়া ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির সেল সম্পর্কিত তথ্য অফলাইন রিটেইলারদের তরফ থেকে পাওয়া গেছে।

স্পেসিফিকেশন ও ফিচার
Vivo Y12 ফোনটিতে 6.35 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ওয়াটারড্রপ নচ দিয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে।

লিক হলো LG Stylo 5 এর নতুন প্রেস রেন্ডার, লঞ্চ করা হবে বাজেট ক‍্যাটাগরিতে

ফোনটির ফোটোগ্ৰাফি সেগমেন্ট যথেষ্ট অ্যাডভান্স। ফোটোগ্ৰাফির জন্য Vivo Y12 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 13 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা ডেপথ সেন্সিঙের কাজ করে। সেলফি ও ভিডিও কলের জন‍্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ওয়াই সিরিজের অন‍্যান‍্য ফোনের মতো Vivo Y12 এও বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে। এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার নেই তবে রিভার্স চার্জিং আছে, অর্থাৎ ওটিজি ব‍্যবহার করে এই ফোনের সাহায্যে অন্য ফোন চার্জ করা যায়। Vivo Y12 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here