শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A15, স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চে তালিকাভুক্ত এই ফোন

Highlights

  • কম দামে লঞ্চ হতে পারে Galaxy A15 4G।
  • এতে অক্টাকোর হেলিও জি99 দেওয়া হতে পারে।
  • 5000mAh ব্যাটারি সহ পেশ হতে পারে এই ফোন।

স্যামসাং তাদের ইউজারদের জন্য একটি নতুন সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Samsung Galaxy A15 নামে ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। এর আগে ফোনটির ইমেজ রেন্ডারও সামনে এসেছে। এবার এই ফোনটি স্পেসিফিকেশন সহ বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। এই পোস্টে ফোনটির গীকবেঞ্চে লিস্টিং সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A15 এর গীকবেঞ্চে লিস্টিং

  • বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই আপকামিং স্যামসাং ফোনটি SM-A155F মডেল নাম্বার সহ তালিকাভুক্ত হয়েছে।
  • ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 743 এবং মাল্টি কোরে 2005 পয়েন্ট পেয়েছে।
  • এই ফোনে অক্টাকোর হেলিও জি99 চিপসেট এবং মালী-জি57 এমটি2 জিপিইউ যোগ করা হবে।
  • ফোনটিতে 4GB RAM থাকবে বলে জানানো হয়েছে।
  • Samsung Galaxy A15 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
  • আশা করা হচ্ছে এই ফোনটি 4G কানেক্টিভিটি সহ কম দামে পেশ করা হতে পারে।

Samsung Galaxy A15 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: কোম্পানি Galaxy A15 ফোনটিতে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করতে পারে। এই স্ক্রিন 90Hz বা 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চে লিস্টিং অনুযায়ী Galaxy A15 ফোনটি হেলিও জি99 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: লিস্টিং অনুযায়ী এই ফোনে 4GB RAM পাওয়া যাবে। তবে এই ফোনটি একাধিক RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8+5 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এতে ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • অন্যান্য: Galaxy A15 ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here