স‍্যামসাং পেশ করল গ‍্যালাক্সি এ20ই, কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার

স‍্যামসাং গতকাল আন্তর্জাতিক মঞ্চে তাদের গ‍্যালাক্সি এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে ফ্ল‍্যাগশিপ গ‍্যালাক্সি এ80 ও মিড রেঞ্জ গ‍্যালাক্সি এ70 লঞ্চ করে। গ‍্যালাক্সি এ80তে 8 জিবি র‍্যাম আছে এবং গ‍্যালাক্সি এ70তে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 রোটেটিং ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হয়েছে যার ফলে এই ফোনটি ট্রিপল সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনে পরিণত হয়েছে। এই দুটি অসাধারণ ফোনের সঙ্গে কোম্পানি একটি ছোট ফোন গ‍্যালাক্সি এ20ই পেশ করেছে।

শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড়

স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ই কোম্পানির পোল‍্যান্ড ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের নিউজ সেকশনে স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ইর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ডিটেইলস শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত এই এক‌ই সেকশনে গ‍্যালাক্সি এ80 ও গ‍্যালাক্সি এ70 এর সঙ্গে গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ40 ও গ‍্যালাক্সি এ10 ও লিস্টেড করা আছে। কোম্পানির পক্ষ থেকে গ‍্যালাক্সি এ20ইর স্পেসিফিকেশন জানানো হলেও এর থাম এখনও পর্যন্ত জানানো হয়নি।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ই
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ইনফিনিটি “ভি” নচের সঙ্গে পেশ করা হয়েছে যা 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.8 ইঞ্চির এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। গ‍্যালাক্সি এ20ই অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাঙের এক্সনস 7884 চিপসেটে রান করে। কোম্পানির তরফ থেকে গ‍্যালাক্সি এ20ইতে 3 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ70

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এ20ইতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ20ই একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ই ফোনটি ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here