4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ70

অন‍্যতম টেক কোম্পানি স‍্যামসাং আজ আন্তর্জাতিক মঞ্চে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ‌ওয়ালা রোটেটিং স্লাইডার প‍্যানেলযুক্ত ফোন লঞ্চ করে প্রমাণ করে দিল কেন সে এক নাম্বার স্থানে থাকার যোগ্য। এই হাইএন্ড ফ্ল‍্যাগশিপ গ‍্যালাক্সি এ80 এর সঙ্গে কোম্পানি গ‍্যালাক্সি এ সিরিজের ফোনের সংখ্যা আরও বাড়িয়ে কোম্পানি গ‍্যালাক্সি এ70 ফোন টেক মঞ্চে পেশ করেছে। গ‍্যালাক্সি এ70 একটি মিড বাজেট ফোন যা আন্তর্জাতিক স্তরে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে।

ইতিহাস গড়ল স‍্যামসাং : লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রিপল সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন গ‍্যালাক্সি এ80

ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজে লঞ্চ করা অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই গ‍্যালাক্সি এ70ও ইনফিনিটি ইউ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ছোট নচ আছে। এই নচেই ফোনের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। গ‍্যালাক্সি এ70তেও গ‍্যালাক্সি এ80 এর মতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ70 এর ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এ70 এর নিচের প‍্যানেলে স্পীকারের সঙ্গে ইউএসবি পোর্ট আছে। এই ফোনের নিচের প‍্যানেলেই 3.5 এম‌এম জ‍্যাক আছে।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা লেনোভো জেড6;প্রো, জেনে নিন এর ফিচার

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ70 ইনফিনিটি ইউ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতেও গ‍্যালাক্সি এ80 এর মতো 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনের স্ক্রিনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। গ‍্যালাক্সি এ70 তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 670 চিপসেট দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে গ‍্যালাক্সি এ70তে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের অন্য ক‍্যামেরা সেন্সরদুটি যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের।

ওয়ানপ্লাস 7 প্রোর ব‍্যাপারে কয়েকটি বড় খবর এল সামনে, দুর্দান্ত এর ফিচার

সেলফি ও ভিডিও কলিঙের জন্য গ‍্যালাক্সি এ70তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। গ‍্যালাক্সি এ70 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here