শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড়

শাওমি এই মাসের শুরুতে তাদের “মি ফেস্টিভ্যাল” এর আয়োজন করেছিল। এই ফেস্টিভাল 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলেছিল যেখানে শুধুমাত্র শাওমি স্মার্টফোন ডিসকাউন্টে বিক্রি করা হয়নি বরং বিভিন্ন অফারে শাওমি ফ্যানদের গিফ্ট ও ফ্রি প্রোডাক্ট‌ও দেয়া হয়েছে। একই মাসের মধ্যে কোম্পানি তাদের ইন্ডিয়ান ফ্যানদের জন্য আরও একবার উপহার স্বরূপ “মি সুপার সেল” আয়োজন করেছে। যদি আপনি কোন শাওমি ফোন কিনতে চান তবে কম দামে ফোনটি কেনার জন্য এটাই সুবর্ণ সুযোগ।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ70

শাওমি মি সুপার সেল
শাওমির পক্ষ থেকে “মি সুপার সেল” এর সূচনা করে দেওয়া হয়েছে। এই বিশেষ সেল তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে যা আজ অর্থাৎ 11 এপ্রিল থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত চলবে। শাওমি মি সুপার সেলে বিভিন্ন শাওমি প্রোডাক্ট অত্যন্ত কম দামে ও অসাধারণ ছাড়ে কেনা যাবে। এই সেলে কোম্পানির পক্ষ থেকে শাওমির নতুন ও পুরোনো ফোনের সঙ্গে পোকো ব্র‍্যান্ডের ফোন‌ও বেচা হবে। এই সেলে কোম্পানির বিভিন্ন ফোনে 2,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এইসব ফোনে পাওয়া যাবে ছাড়
শাওমি মি সুপার সেলে পোকো এফ1 এয 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর পোকো এফ1 এর এই ভেরিয়েন্টটি 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড় দেওয়ার পর শাওমি মি সুপার সেলে ফোনদুটি যথাক্রমে 10,999 টাকা ও 11,999 টাকা দামে কেনা যাবে।

ইতিহাস গড়ল স‍্যামসাং : লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রিপল সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন গ‍্যালাক্সি এ80

শাওমি মি সুপার সেলে রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে যার ফলে ফোনটির এই ভেরিয়েন্টটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে রেডমি 6 প্রোতে কোম্পানি 1,000 টাকার ছাড় দিচ্ছে। এই ছাড়ের পর রেডমি 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা ও 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

শাওমি মি সুপার সেলে 7,999 টাকা দামের রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,000 টাকা ছাড় দিয়ে 6,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে কোম্পানির রেডমি ওয়াই2 ফোনটিতেও 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে রেডমি ওয়াই2 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা লেনোভো জেড6;প্রো, জেনে নিন এর ফিচার

প্রসঙ্গত জানিয়ে রাখি শাওমি মাত্র এক মাসের মধ্যে ভারতে রেডমি নোট 7 ও রেডমি নোট 7 প্রোর 10,00,000 ইউনিট বেচেছে। ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে রেডমি নোট 7 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে বেচা হয়। এক‌ই ভাবে রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়। এই দুটি ফোন‌ই মি ডট কম ও ফ্লিপকার্ট থেকে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে কেনা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here