জাপানে লঞ্চ হল Samsung এর নতুন Galaxy A25 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

আগামী দিনে Samsung তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের অধীনে Galaxy A56 5G, A36 5G এবং A26 5G স্মার্টফোন পেশ করবে বলে শোনা যাচ্ছিল। এবার আজ কোরিয়ান কোম্পানির পক্ষ থেকে জাপানে তাদের দুই বছরের পুরনো Samsung Galaxy A25 5G স্মার্টফোনটি নতুন আপডেট ও স্পেসিফিকেশনের পরিবর্তন করে রি-লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Galaxy A25 5G স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A25 5G এর দাম (জাপান)

জাপানে Samsung Galaxy A25 5G স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশন JPY 29,900 অর্থাৎ প্রায় 17,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি ভারতে Galaxy A25 5G ফোনটি 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 27 ফেব্রুয়ারী থেকে জাপানে ফোনটির সেল শুরু হবে।

Samsung Galaxy A25 5G এর স্পেসিফিকেশন (জাপান)

  • 6.7″ HD+ 120Hz display
  • MediaTek Dimensity 6300+
  • 4GB RAM + 64GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 6MP Selfie Camera
  • 25W 5,000mAh Battery

ডিসপ্লে

Samsung Galaxy A25 5G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। টিএফটি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্টাইল স্ক্রিনে 60 হার্টস রিফ্রেশ রেট এবং 16মিলিয়ন কালার আউটপুট সাপোর্ট করে। জানিয়ে রাখি ভারতীয় মডেলে 120হার্টস রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল।

প্রসেসর

নতুন Samsung Galaxy A25 5G ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300+ প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে ভারতীয় মডেল 5ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 1280 প্রসেসর দেওয়া হয়েছিল।

স্টোরেজ

জাপানে Samsung Galaxy A25 5G ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে ভারতীয় বাজারে ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়েছিল।

ক্যামেরা

নতুন স্যামসাঙ ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ভারতীয় মডেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একই ব্যাটারি ও চার্জিং ক্যাপাসিটি ভারতীয় মডেলেও ছিল।

অন্যান্য ফিচার

জাপানে স্যামসাঙ গ্যালাক্সি এ25 5জি ফোনটি 7 5G Bands সহ পেশ করা হয়েছে। তবে ভারতীয় মডেলে 12 ব্যান্ড ছিল। একইভাবে নতুন মডেলে Bluetooth 4 রয়েছে এবং ভারতীয় ভেরিয়েন্টে ব্লুটুথ 5.3 ছিল। স্যামসাঙ তাদের নতুন ফোনটি আগের থেকে আরও ভালো IP68 রেটিং সহ লঞ্চ করেছে। জাপানি মডেলের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এবং জাপান ওয়েবসাইটের জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here