আবারও ভারতে Samsung Galaxy A31 ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে। কিছু দিন আগে ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছিল। আরও একবার কোম্পানি ফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। স্যামসাং বিগত কিছু সময় তাদের ফোনের দাম কমিয়ে গ্ৰাহকদের সারপ্রাইজ করে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি এ71 ও গ্যালাক্সি এ51 এর দাম কমানো হয়েছে। কোম্পানির Samsung Galaxy A31 ফোনটি তিনটি কালার ও একটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। এই ফোনে চারটি রেয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও পি65 চিপসেট ও 5,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। চলুন তবে নজর রাখা যাক ফোনটির নতুন দামে।
আরও পড়ুন: স্পেশাল ফিচারের সঙ্গে এল ColorOS 11, বদলে যাবে OPPO স্মার্টফোন
নতুন দাম
Samsung Galaxy A31 ফোনটির দাম আগে 20,999 টাকা ছিল। কিন্তু প্রাইস কাটের পর ফোনটির দাম এখন 19,999 টাকা। ফোনটিতে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ইতিমধ্যে ফোনটি আমাজন ইন্ডিয়া ও স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে নতুন দামে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি Prism Crush Black, Prism Crush Blue ও Prism Crush White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
স্পেসিফিকেশন
Samsung Galaxy A31 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 73.1 × 159.3 × 8.6 এমএম এবং ওজন 185 গ্ৰাম। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য গ্লাস কোটিঙও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: Jio এর নতুন ধামাকা: নিয়ে এসেছে 112GB ডেটা ও বিনামূল্যে বাড়ি বসে IPL দেখার সুযোগ
Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতীয় মার্কেটে ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A31 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A31 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
আরও পড়ুন: আসতে চলেছে 6 GB RAM যুক্ত Realme এর সস্তা স্মার্টফোন, লঞ্চের আগেই দেখুন ফিচার
Samsung Galaxy A31 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A31 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন