Samsung Galaxy A35 5G এবং Galaxy A55 5G ফোনের দাম কত, জেনে নিন দাম, সেল এবং অফার ডিটেইলস

Samsung Galaxy A35 5G এবং Galaxy A55 5G ফোনগুলি ভারতে লঞ্চের পর গতকাল কোম্পানি এই দুটি ফোনের দাম প্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy A35 5G এবং A55 5G ফোনের দাম ঘোষণা করার পাশাপাশি সেল ও অফার সম্পর্কেও জানানো হয়েছে। এই নতুন Samsung 5G ফোনদুটি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy A35 5G এবং Galaxy A55 5G ফোনের দাম, সেল এবং অফার

SAMSUNG Phone Memory Variants Price
Galaxy A55 5G 8GB RAM + 128GB Storage ₹39,999
8GB RAM + 256GB Storage ₹42,999
12GB RAM + 256GB Storage ₹45,999
Galaxy A35 5G 8GB RAM + 128GB Storage ₹30,999
8GB RAM + 256GB Storage ₹33,999

Samsung Galaxy A35 5G ফোনের দাম

Samsung Galaxy A35 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 128GB ও 256GB স্টোরেজ সহ দুটি স্টোরেজ মডেলে সেল করা হবে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 30,999 টাকা এবং 33,999 টাকা।

Samsung Galaxy A35 5G ফোনের অফার

এই ফোনটি কেনার সময় IDFC, OneCard Bank Credit Card এবং HDFC Bank Credit/Debit Card ব্যাবহার করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Galaxy A35 5G ফোনটি Awesome Iceblue, Awesome Lilac এবং Awesome Navy কালারে সেল করা হবে।

Samsung Galaxy A55 5G ফোনের দাম

Samsung Galaxy A55 5G ফোনটি তিনটি মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ সহ 39,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মেমরি মডেলের দাম 42,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 45,999 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy A55 5G ফোনের অফার

এই ফোনটি Awesome Iceblue এবং Awesome Navy কালারে পেশ করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটির সঙ্গে বিনামূল্যে Silicone Case পাওয়া যাবে। HDFC Bank, IDFC এবং OneCard Bank ক্রেডিট কার্ড ব্যাবহার করে এই ফোনটি কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Samsung Galaxy A35 5G এবং Galaxy A55 5G ফোনদুটির সেল গতকাল অর্থাৎ 14 মার্চ থেকে শুরু হয়ে গেছে। আগামী 18 মার্চ থেকে ফোনটি অন্যান্য অনলাইন ওয়েবসাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy A35 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: গ্যালাক্সি এ35 5জি ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্তটাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গেম খেলার সময় হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-G68 জিপিইউ দেওয়া হয়েছে।

মেমরি: স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনটিতে 8জিবি র‍্যাম রয়েছে। এই ফোনটি 128জিবি স্টোরেজ এবং 256জিবি মেমোরি সহ দুটি অপশনে পেশ করা হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য Galaxy A35 5জি ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।

ব্যাটারি: গ্যালাক্সি A35 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 23 ঘন্টা ইন্টারনেট ব্যবহার বা 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 83 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অপারেটিং সিস্টেম: গ্যালাক্সি এ35 5জি ফোনটি ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট হয়ে যাবে।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন

স্ক্রীন: Samsung Galaxy A55 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। কোম্পানি এই ফোনে ভিশন বুস্টার টেকনোলজি যোগ করেছে।

পারফরম্যান্স: কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A55 5G ফোনের চিপসেটের নাম প্রকাশ করা হয়নি। তবে এই ফোনে 2.75 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung A55-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরায় ওইএইস ফিচার যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভিডিও কল করার জন্য Samsung Galaxy A55 5G ফোনে এফ/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

মেমরি: Samsung Galaxy A55 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। একইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ এবং তৃতীয় ভেরিয়েন্টটিতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: Samsung তাদের নতুন Galaxy A55 5G ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করেছে। এটি One UI 6.1 সহ কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Galaxy A55 ফোনটি 12 5G Bands সাপোর্ট করে। এতে USB Type-C 2.0, 5GHz Wi-Fi, Bluetooth v5.3 এবং NFC এর মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাডভান্স ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here