64MP রেয়ার ক‍্যামেরার সাথে আসতে পারে Samsung এর নতুন ফোন Galaxy A53, জানুন এতে আর কি বিশেষ থাকবে

স‍্যামসাং এই বছরের শুরুতে গ‍্যালাক্সি এ52 টেক মার্কেটে পেশ করেছিল। আবার মঙ্গলবার কোম্পানি গ‍্যালাক্সি এ52এস 5জি কে ইউরোপিয়ান বাজারে লঞ্চ করলো। এই দুটি ফোনের অফিসিয়াল হ‌ওয়ার পরে এখন GalaxyClub.nl এর একটি তাজা রিপোর্টে স‍্যামসাং এর আপকামিং গ‍্যালাক্সি এ-সিরিজের ফোন Galaxy A53 এর তথ্য সামনে এসেছে। আসলে রিপোর্টে ফোনের প্রধান ক‍্যামেরার মেগাপিক্সেলের সংখ্যা জানানো হয়েছে, যা পরের বছরে A52 সিরিজের আপগ্রেডেশান হিসেবে পেশ করার আশা করা হচ্ছে।

Samsung লঞ্চ করলো নতুন আর পাওয়ারফুল 5G ফোন Galaxy A52s, চিনি ব্র‍্যান্ড গুলির এবার চিন্তা বাড়বে

Samsung Galaxy A53

রিপোর্ট থেকে জানা গেছে যে গ‍্যালাক্সি A53 এর প্রধান ক‍্যামেরার রেজল্যুশন উপস্থিত A52 মডেলের মতোই হবে। মনে করিয়ে দিই যে 2019 এ গ‍্যালাক্সি A50 তে কোম্পানি 25-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা দিয়েছিল। আবার স‍্যামসাং 2020 তে গ‍্যালাক্সি এ51 এ 48-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা দিয়েছে। আবার গ‍্যালাক্সি এ52 আর গ‍্যালাক্সি এ52এস 64-মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সাপোর্ট করে। আসলে শোনা যাচ্ছে যে স‍্যামসাং 108-মেগাপিক্সেলের এর সাথে মিড-রেঞ্জে এ-সিরিজের ফোন পেশ করবে না। এইজন্য এরকম মনে হচ্ছে যে গ‍্যালাক্সি এ53 তে 64-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা থাকবে। আপাতত স্মার্টফোনে‌র অন‍্যান‍্য রেয়ার ক‍্যামেরা আর ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এর সাথেই A53 এর বাকি কোনো স্পেক্স উপলব্ধ হয়নি এখনো।

Samsung Galaxy A52s 5G এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনে 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে যা 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এর সাথে স‍্যামসাং ওয়ান‌ইউআই 3 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরে‌র সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া আছে।

12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোন কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে ওআইএস ফিচার আর এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 5 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে থাকা হোলে এফ/2.2 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

Samsung Galaxy A52s 5G ফোনে Samsung pay আর Samsung Knox এর সাথেই ডল্বি অ্যাটমোস সাপোর্ট আর স্টিরিও স্পীকার আছে। আবার এই ফোনে 4,500এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here