প্রকাশ্যে এল Samsung Galaxy A56 স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের এ-সিরিজের পরিধি বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy A56 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে এই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির আপকামিং ফোনটিতে কাজ চলছে বলে শোনা যাচ্ছে। এই ফোনটির নেটওয়ার্ক টেস্টিং করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A56 5G স্মার্টফোনটির সম্প্রতি লিক হওয়া তথ্য সম্পর্কে।

Samsung Galaxy A56 এর ডিটেইলস (লিক)

  • স্মার্টপ্রিক্স এর মাধ্যমে আপকামিং স্মার্টফোনটি সম্পর্কে তথ্য জানা গেছে।
  • লিক অনুযায়ী Samsung Galaxy A56 ফোনটির সমস্ত পরীক্ষা হয়ে গেছে এবং আগামী বছরে লঞ্চ করা হতে পারে।
  • নিচে দেওয়া ইমেজে “Galaxy A56 5G” ফোনটি লিস্টেড রয়েছে।
  • রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A56 ফোনটির SM-A566B/DS মডেল নাম্বার হবে বলে জানা গেছে।
  • জানিয়ে রাখি আগের A55 SM মডেলের -A556B/DS মডেল নাম্বার ছিল।
  • আপকামিং Galaxy A56 ফোনটি আগের মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে এবং আরও স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A56 এর লঞ্চ টাইমলাইন (লিক)

লিক অনুযায়ী আগেই Galaxy A56 স্মার্টফোনটির নেটওয়ার্ক পরীক্ষা করা হয়ে গেছে। এই হিসেবে ফোনটি অফিসিয়ালিভাবে 2025 প্রথম কোয়ার্টারে পেশ করা হতে পারে। অর্থাৎ মার্চ মাসের মধ্যে এই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A56 এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy A56 ফোনটিতে শক্তিশালী প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এটি সম্ভবত Exynos 1580 চিপসেট হতে পারে। এই চিপসেট গীকবেঞ্চ সাইটে আগেই দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী এই চিপসেট Snapdragon 888 প্রসেসরের সমান স্কোর পেয়ে বলে জানা গেছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Xclipse 540 GPU থাকতে পারে। পরবর্তী সময়ে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আগের মডেল Samsung Galaxy A55 5G ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রীনে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A55 5G ফোনের Exynos 1480 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Xclipse 530 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy A55 5G ফোনটিতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung A55 ফোনটিতে ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভিডিও কল করার জন্য Samsung Galaxy A55 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here