ভারতে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6+, জেনে নিন ফুল স্পেসিফিকেশন ও দাম

গত কয়েক বছর ধরে ভারতের মোবাইল জগতে স‍্যামসাং রাজত্ব করে চলেছে। তাদের স্মার্টফোনের লিস্ট আরও বাড়িয়ে কোম্পানি নতুন স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি নতুন স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 যেমন সস্তা সিরিজ তেমনি গ‍্যালাক্সি এ সিরিজ একটু দামী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+
স‍্যামসাং এর পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6+ মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যা ইনফিনিটি ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন আছে। এতে অ্যান্ড্রয়েড অরিও ভার্সন আছে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট রান করে।

গ‍্যালাক্সি এ6+ এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে, একটি 16 মেগাপিক্সেল ও অপরটি 5 মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করে। সেলফির জন্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। দুদিকেই এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আছে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6
গ‍্যালাক্সি এ6 স্মার্টফোনটিও ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5.6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন আছে। এতে অ্যান্ড্রয়েড অরিও ভার্সন ও স‍্যামসাং এর এক্সনোস 7 সিরিজের চিপসেট আছে।

ফোটোগ্রাফির জন্য গ‍্যালাক্সি এ6 এর ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 16 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর আছে। সব ধরনের বেসিক কানেক্টিভিটির সব ফিচারের সঙ্গে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর 4 জিবি র‍্যাম/32 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের দাম 21,990 টাকা ও 4 জিবি র‍্যাম/64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের দাম 22,990 টাকা রাখা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ এর দাম রাখা হয়েছে 25,990 টাকা যার র‍্যাম 4 জিবি ও ইন্টারনাল মেমরি 64 জিবি। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 ও গ‍্যালাক্সি এ6+ আমাজন ইন্ডিয়ার এক্সক্লুসিভ সেল থেকে কেনা যাবে। এছাড়া ফোনদুটি পেটিএম,।স‍্যামসাং স্টোর থেকেও কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here