সোনী এক্সপেরিয়া এক্স‌এ3 এর ফোটো হল লিক, 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই অসাধারণ স্মার্টফোন

টেক কোম্পানি সোনী জানিয়ে দিয়েছে তারা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এ অংশগ্রহণ করবে এবং আগামী 25 ফেব্রুয়ারি তাদের নতুন স্মার্টফোন ও ডিভাইস টেক মঞ্চে লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও বলা হয়নি ওই দিন কোন কোন ফোন লঞ্চ করা হবে তবে শোনা যাচ্ছে সেদিন সোনীর পক্ষ থেকে এক্সপেরিয়া এক্সজেড4, এক্সপেরিয়া এক্স‌এ3, এক্সপেরিয়া এক্স‌এ3 আল্ট্রা ও এক্সপেরিয়া এল3 লঞ্চ করা হতে পারে। এর মধ্যে এক্সপেরিয়া এক্সএ3 এর রেন্ডার ইমেজ ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই লিক হয়ে গেছে।

লঞ্চ হল মোটো জি7 সিরিজ, মোটো জি7 এর সঙ্গে মোটো জি7 প্লে, মোটো জি7 পাওয়ার ও মোটো জি7 প্লাস পেশ করা হল টেক মঞ্চে

বিনফিউচার সোনী এক্সপেরিয়া এক্সএ3 এর তথ্য শেয়ার করেছে। এই ওয়েবসাইটে ফোনটির রেন্ডার ইমেজের সঙ্গে এর স্পেসিফিকেশন‌ও শেয়ার করা হয়েছে। এক্সপেরিয়া এক্সএ3 এর ফোটোয় ফোনটি বেজল লেস দেখানো হয়েছে। ডিসপ্লের ওপরের দিকের বডি পার্টে সেলফি ক‍্যামেরা ও স্পীকার আছে। বডির ফ্রন্ট প‍্যানেলের অন‍্য তিন দিক সম্পূর্ণ বেজল লেস। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ওপর ফ্ল‍্যাশ লাইট আছে এবং ব‍্যাক প‍্যানেলেই সোনীর লোগো ও এন‌এফসি সাইন আছে।

এক্সপেরিয়া এক্সএ3 সম্পর্কে বলা হচ্ছে ফোনটি 21:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। লিক অনুযায়ী এতে 5.9 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে যা 2560 × 1080 পিক্সেল রেদলিউশন সাপোর্ট করবে। জানা গেছে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হতে পারে।

শাওমি রেডমি ও স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 কে টক্কর দিতে আসছে এলজি কে12+, লঞ্চ হবে 24 ফেব্রুয়ারি

সোনী এক্সপেরিয়া এক্সএ3 এ ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেট‌আপের একটি ক‍্যামেরা সেন্সর 25 মেগাপিক্সেলের ও অপরটি 8 মেগাপিক্সেলের হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। ফোটো থেকে জানা গেছে সোনী তাদের এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাটন দেবে। ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন থাকবে।

সোনীর পক্ষ থেকে এক্সপেরিয়া এক্সএ3 এর ব্লু, ব্ল‍্যাক, সিলভার ও পিঙ্ক কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এক্সপেরিয়া এক্সএ3 সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু আশা করা হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি এমডব্লিউসির মঞ্চে সোনী এই ফোনটি লঞ্চ করবে। এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here