4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Samsung Galaxy A70 এর সেল শুরু, জেনে নিন কিভাবে কিনবেন

স‍্যামসাং কিছু দিন আগে তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে দুটি অসাধারণ স্মার্টফোন Galaxy A70 ও Galaxy A80 লঞ্চ করে। এই দুটি ফোন‌ই গ্লোবাল মার্কেটে সেল করা শুরু হয়ে গেছে এবং ভারতীয় ইউজাররা অধীর আগ্রহে ফোনদুটির জন্য অপেক্ষা করছে। স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে আগে থেকেই Galaxy A70 লিস্টেড করা ছিল, আজ কোম্পানি ফোনটির দাম সম্পর্কে জানিয়ে ফোনটির সেলের ঘোষণা করে দিয়েছে। আজ থেকেই ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

শুরু হল Redmi Note 7 Pro এর অফলাইন সেল, তাও চলছে কাড়াকাড়ি, জেনে নিন কারণ

দাম ও সেল
Samsung Galaxy A70 আজ থেকেই কোম্পানির পক্ষ থেকে সেলের জন্য পেশ করা হয়েছে। এই ফোনটির দাম ভারতে 28,990 টাকা রাখা হয়েছে যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে রিটেইল স্টোরেও সেলের জন্য পেশ করা হয়েছে। Samsung Galaxy A70 ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে কেনা যাবে। স‍্যামসাঙের পক্ষ থেকে Galaxy A70 ফোনটি কেনার সময় এইচডিএফসি কার্ডে অফার দেওয়া হচ্ছে, যেখানে ফোনের দামে 2,000 টাকার ছাড় দেওয়া হবে।

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ70 ইনফিনিটি ইউ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতেও গ‍্যালাক্সি এ80 এর মতো 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনের স্ক্রিনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। গ‍্যালাক্সি এ70 তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 670 চিপসেট দেওয়া হয়েছে।

Realme এর প্রথম বর্ষপূর্তি সেল : স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে 1 কোটি টাকা পর্যন্ত কুপন

কোম্পানির পক্ষ থেকে গ‍্যালাক্সি এ70তে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের অন্য ক‍্যামেরা সেন্সরদুটি যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের।

সেলফি ও ভিডিও কলিঙের জন্য গ‍্যালাক্সি এ70তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। গ‍্যালাক্সি এ70 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here