64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A70s এর সঙ্গেই ভারতে লঞ্চ হবে Galaxy A20s ও Galaxy A30s

Samsung ভারতে বিশ্বের প্রথম রোটেটিং স্লাইডার প‍্যানেল‌ওয়ালা স্মার্টফোন Galaxy A80 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ইতিমধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করা হয়ে গেছে। স‍্যামসাঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অথচ Samsung Galaxy A80 ফোনটি লঞ্চ হ‌ওয়ার আগেই কোম্পানির অন্য স্মার্টফোন Samsung Galaxy A70s এর খবরে ইন্টারনেট মুখরিত হয়ে উঠেছে। শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে Samsung Galaxy A70s লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানি ভারতে Galaxy A20s ও Galaxy A30s ফোনদুটিও লঞ্চ করবে।

মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হলো 6 জিবি র‍্যাম, ডুয়েল সেলফি ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Infinix Hot 7 Pro

স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজ সম্পর্কে এই খবর এম‌এসপি ওয়েবসাইট কভার করেছে। এই টেক ওয়েবসাইট তাদের রিপোর্টে বলেছে স‍্যামসাং ভারতে তাদের গ‍্যালাক্সি এ সিরিজের ফোনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা অনুযায়ী কোম্পানি ভারতে Galaxy A70s, Galaxy A20s ও Galaxy A30s স্মার্টফোন লঞ্চ করবে। এই ফোনগুলি লঞ্চ হতে এখনও দেরি আছে, কিন্তু স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই ফোনগুলির ভারতে লঞ্চ একদম নিশ্চিত ওয়েবসাইট থেকে একথা জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A70s ভারতে তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই রঙগুলি হলো ব্ল‍্যাক, হোয়াইট ও ল‍্যাভেন্ডার। এছাড়া Samsung Galaxy A30s ফোনটিও Galaxy A70s এর মতো এক‌ই রঙে লঞ্চ করা হবে। এছাড়া গ‍্যালাক্সি এ সিরিজের সস্তা স্মার্টফোন Galaxy A20s ফোনটি কোম্পানির তরফ থেকে ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

Reliance Jio এর উপহার : গিগাফাইবার ইউজারদের জন্য পেশ করা হলো সস্তা প্ল‍্যান

Samsung Galaxy A70s
Galaxy A70s ফোনটিতে 64 মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন রেয়ার ক‍্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। Samsung Galaxy A70s ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা এতো বেশি ক্ষমতাসম্পন্ন ক‍্যামেরা সাপোর্ট করবে। প্রসঙ্গত Samsung কিছু দিন আগে ISOCELL Bright GW1 টেকনিক প্রদর্শন করে। এই টেকনিক ব‍্যবহার করে যে কোনো স্মার্টফোন 64 মেগাপিক্সেল পর্যন্ত ফোটো ক‍্যাপচার করতে পারে। তাই আশা করাই যায় Samsung Galaxy A70s 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করবে। এই রেজলিউশন আজ পর্যন্ত কোনো স্মার্টফোনে ব‍্যবহার করা হয়নি।

Samsung Galaxy A80
কিছু আগে স‍্যামসাঙের লঞ্চ করা Galaxy A80 ফোনটি বিশ্বের প্রথম রোটেটিং স্লাইডার প‍্যানেল‌ওয়ালা স্মার্টফোন যা খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ হতে চলেছে। তথ্য অনুযায়ী আগামী 15 জুন ভারতে Galaxy A সিরিজের এই স্মার্টফোন লঞ্চ করা হবে। Galaxy A80 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। প্রথম ভেরিয়েন্টের দাম 39,990 টাকা ও দ্বিতীয় ভেরিয়েন্টের দাম 44,990 টাকা রাখা হবে। প্রসঙ্গত লঞ্চের আগে স‍্যামসাং দেশের 5টি শহরে Galaxy A80 Exclusive Preview Event এর আয়োজন করতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here