উপভোগ করুন Alt Z Life! Samsung Galaxy A71 এবং Galaxy A51 এর প্রাইভেসি ফিচার ফোনগুলিকে করে তোলে আরও অসাধারণ

samsung galaxy a71 and galaxy a51 quick switch and content suggestions features overview

আজকের দিনে দাঁঁড়িয়ে প্রাইভেসি সবার জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু হয়তো কোনো বিরল ফোন ইউজারের ফোটো, চ‍্যাট, অ্যাপ প্রভৃতি অন‍্যদের‌ থেকে লুকিয়ে রাখার গ‍্যারান্টি দেয়। কিন্তু সৌভাগ‍্যবশত Samsung ইউজারদের এই প্রয়োজনের কথা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছে এবং এর গুরুত্ব বুঝেছে। এই কারণেই কোম্পানি Galaxy A71 এবং Galaxy A51 ফোনদুটির মাধ্যমে ইন্ডাস্ট্রি ফার্স্ট ইনোভেশন Quick Switch ফিচার পেশ করেছে, এর সঙ্গে “On-Device AI” যুক্ত Content Suggestions প্রাইভেসিকে আরও সিকিওর করে।

GenZ এবং Millennials বলতে গেলে সব সময়ই প্রাইভেসি ইস‍্যুর সম্মুখীন হয় এবং এই কারণেই Quick Switch এর মতো এক অনবদ্য সলিউশন তৈরি করা হয়েছে। যার মাধ্যমে মাত্র ডবল ক্লিকের মাধ্যমে ইউজার তাঁঁর ফোন সম্পর্কিত সমস্ত চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। যখন আপনার থেকে পরিবারের কেউ বা কোনো বন্ধু আপনার ফোন চান আপনি নিশ্চয়ই মুখের উপর ‘No’ বলতে পারেন না। কিন্তু Quick Switch ফিচার এইসব ঝামেলা থেকেই মুক্তি দেয়। এটিই Alt Z Life এর পদ্ধতি। আপনি ফোন শেয়ার করবেন অথচ আপনার প্রাইভেসিও সিকিওর থাকবে। এটি এমন এক চিন্তামুক্ত জীবনযাপন যেখানে আপনার প্রাইভেট মোমেন্ট প্রাইভেট‌ই থাকবে।

Quick Switch ফিচার আপনার প্রাইভেসিকে রাখে একদম প্রাইভেট

Samsung স্মার্টফোনে সিকিওর ফোল্ডার ফিচার পাওয়া যায়। এটি একটি এনক্রিপটেড লকার যা ইউজারের অ্যাপ, ফোটো, ভিডিও ও ফাইল অন‍্যদের নজর থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম। Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর Quick Switch ফিচার সিকিওর ফোল্ডারের মাধ্যমে ইউজারের প্রাইভেট মোমেন্ট প্রাইভেট রাখার গ‍্যারান্টি দেয়।

উদাহরণস্বরূপ ধরা যাক WhatsApp এবং দেখা যাক কিভাবে Quick Switch ফিচার কাজ করে। ধরে নেওয়া যাক আপনার ফোনে দুটি WhatsApp আছে যার মধ্যে একটি আপনি পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলার জন্য ব‍্যবহার করেন। এছাড়া আরেকটি WhatsApp এর মাধ্যমে কোনো বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলেন। যখন আপনি সেই বিশেষ বন্ধুর সঙ্গে চ‍্যাট করছেন তখন যদি হঠাৎ লক্ষ্য করেন কেউ আপনার চ‍্যাটে নজর রাখছে তখন আপনার ফোনের side key ডবল ক্লিক করুন এবং তৎক্ষণাৎ Quick Switch ফিচার আপনার ব‍্যাক্তিগত WhatsApp সুইচ করে পাবলিক ভার্সনে নিয়ে যাবে। কি।সুন্দর না? Quick Switch ফিচার যে কোনো অ্যাপে কাজ করে এবং ফোনের সিকিওর ফোল্ডারের ভেতরে ও বাইরে উভয় জায়গায় কাজ করে।

আরও আছে, জানিয়ে রাখি Quick Switch ফিচার শুধুমাত্র অ্যাপে নয় বরং ফোনের মেইন ও প্রাইভেট গ‍্যালারিতে সুইচ করার অপশন‌ও দেয়। যার ফলে ফোনের পার্সোনাল ফোটো ও ভিডিও সিকিওর ফোল্ডারে সুরক্ষিত রাখা যায়। এটি একটি প্রাইভেট স্পেস যেখানে ডিফেন্স গ্ৰেড সিকিউরিটি প্ল‍্যাটফর্ম Samsung Knox এর মাধ্যমে ফোনের প্রাইভেসি সম্পূর্ণভাবে এনক্রিপটেড থাকে। এইভাবে আপনার ফোন আপনার বন্ধু বা পরিবারের কেউ ব‍্যবহার করলেও তারা আপনার প্রাইভেসি ক্ষুন্ন না করতে পারে এই সিস্টেম তার গ‍্যারান্টি।


Content Suggestions প্রাইভেসিকে আরও স্মার্টলি ম‍্যানেজ করে

অনায়াসে বলা যায় যে ফোটো যে কোনো ইউজারের ফোনের অন‍্যতম একটি প্রাইভেট কন্টেন্ট। সবচেয়ে বড় কথা Samsung একটি নয় বরং দুটি এমন ফিচার দেয় যা আপনার ফোটো প্রাইভেট রাখার গ‍্যারান্টি দেয়। সবার আগে উল্লেখযোগ্য হল Secure Folder, যেখানে ফোনের পার্সোনাল ফোটো গ‍্যালারি অ্যাপের প্রাইভেট ভার্সনে স্টোর রাখে, অন‍্যান‍্য ফোটো গ‍্যালারির পাবলিক ভার্সনে রেখে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই অনেক প্রাইভেট ফোটো সেন্ড এবং রিসিভ করি। এইসব পার্সোনাল ফোটো এক এক করে প্রাইভেট গ‍্যালারিতে স্টোর করা যথেষ্ট সময়সাপেক্ষ। কিন্তু এই কাজটিই যদি আপনার ফোন নিজে থেকে করে দেয় তবে? এখানেই Samsung এর Content Suggestions ফিচার তার জাদু দেখানো শুরু করে।

Content Suggestions ফিচার on-device AI ব‍্যবহার করে এবং এটি ইন্ডাস্ট্রিতে তাদের প্রথম ইনোভেশন যা নিজে থেকে পরামর্শ দেয় যে কোন ফোটো প্রাইভেট গ‍্যালারিতে স্টোর কথা উচিত। এই ফিচারে আপনার ফোনের বিশেষ আইডেন্টিফায়ার যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো বিশেষ মানুষের মুখ সেট করলেন, তারপর ফোন নিজে থেকেই তাঁর সমস্ত ফোটো ফিল্টার করে সেগুলি সিকিওর ফোল্ডারের প্রাইভেট গ‍্যালারিতে মুভ করে দেয়। একবার প্রাইভেট ফোটো মুভ হয়ে গেলে সেগুলির প্রাইভেসি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ এরপর এগুলি গ‍্যালারি অ্যাপের পাবলিক ভার্সনে কখনও দেখায় না। অর্থাৎ শুধু কথায় নয় বরং কাজেও Secure Folder আপনার ফোনের প্রাইভেসিকে সুরক্ষিত রাখে। সবচেয়ে বড় কথা এই ডেটা আপনার ফোনেই থাকে, কোনো ক্লাউডে নয় এবং তাও আবার multi-layered ডিফেন্স গ্ৰেড সিকিউরিটি প্ল‍্যাটফর্ম Samsung Knox এর সঙ্গে সুরক্ষিত থাকে‌।

সুরক্ষা বেশি, চিন্তা কম

Quick Switch ও Content Suggestions এর মতো দুর্দান্ত ফিচারের কারণে Samsung Galaxy A51 এবং Galaxy A71 ফোনকে অ্যাপ, ফোটো ও ভিডিওসহ অন‍্যান‍্য ফাইল হাইড করে প্রাইভেট রাখার জন্য।এখনও পর্যন্ত সবচেয়ে বেস্ট স্মার্টফোন বলা যেতে পারে। এইসব বিষয়গুলি মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য যথেষ্ট।

এই নতুন প্রাইভেসি ফিচারের সঙ্গে ইউজাররা এই দুটি ফোনে Infinity-O sAMOLED Plus ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা মডিউল, নতুন ফ্ল‍্যাগশিপ ক‍্যামেরা ফিচার যেমন Single Take, Night Hyperlapse প্রভৃতি এবং দীর্ঘমেয়াদী ব‍্যাটারী ব‍্যাক‌আপ পাবেন। যা শুধুমাত্র নিজেকে সুন্দর হিসেবে প্রতিষ্ঠাই করে না বরং নিজের সেগমেন্টে অন‍্যান‍্য ফোনের থেকে এগিয়ে থাকে। তবে আর কিসের অপেক্ষা?

আজ‌ই কিনুন Samsung Galaxy A51 এবং Galaxy A71!

sAMOLED Plus ডিসপ্লে শুধু Galaxy A71 এ দেওয়া হয়েছে। Galaxy A51 স্মার্টফোনে sAMOLED ডিসপ্লে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here