4820mAh ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 750G চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 10

শাওমির লঞ্চ করা Redmi Note 9 শুধুমাত্র ভারতে নয় বরং গোটা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। কোম্পানি এই সিরিজে Redmi Note 9, Redmi Note 9 Pro Resmi Note 9 Pro Max স্মার্টফোন লঞ্চ করেছে যা সমস্ত মার্কেটে যথেষ্ট হিট হয়েছে। এবার একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের ‘রেডমি নোট’ জেনারেশন এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং শাওমি খুব তাড়াতাড়ি Redmi Note 10 সিরিজ লঞ্চ করবে।

আরও পড়ুন: আবার বাজিমাত করল Jio, ক্ষতিগ্রস্ত Airtel-Vi

একটি লিকের মাধ্যমে Redmi Note 10 এর কথা জানা গেছে এবং লিকে এই আগামী ফোনটির স্পেসিফিকেশন‌ও শেয়ার করা হয়েছে। লিক অনুযায়ী শাওমির আগামী Redmi Note 10 ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট দেওয়া হবে। সবচেয়ে বড় কথা এই চিপসেট 5জি কানেক্টিভিটিতে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,820 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

এই নতুন ও আকর্ষণীয় লিকে বলা হয়েছে কোম্পানি তাদের আগামী Mi 10T Lite ফোনটি ভারতে Redmi Note 10 নামে পেশ করতে পারে। মনে করিয়ে দিই কোম্পানি আগামী 30 সেপ্টেম্বর তাদের ‘মি 10টি’ সিরিজ টেক মঞ্চে পেশ করতে চলেছে। শোনা যাচ্ছে এই সিরিজে Xiaomi Mi 10T, Mi 10T Lite এবং Mi 10T Pro স্মার্টফোন লঞ্চ করবে। এই ইভেন্ট আগামী 30 সেপ্টেম্বর বিকেল 5 টা 30 মিনিটে লাইভ টেলিকাস্ট করা হবে।

আরও পড়ুন: 8GB RAM, 32MP।সেলফি ক‍্যামেরা ও 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo V20 SE

Redmi Note 9

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 9 এ কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড 10.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.53 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 11 এর সঙ্গে পেশ করা হয়েছে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Redmi Note 9 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে

সিকিউরিটির জন্য Redmi Note 9 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং ও 9 ওয়াট রিভার্স চার্জিং টেকনিকযুক্ত 5,020 এম‌এএইচের ব‍্যাটারী আছে। মার্কেটে Redmi Note 9 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা, 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,499 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here