খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy A80 এর শক্তিশালী ভেরিয়েন্ট

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং এই বছর এপ্রিল মাসে চীনে তাদের একদম অন‍্য ধরনের ডিজাইন‌ওয়ালা Samsung Galaxy A80 লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানি স্লাইড মেকানিজম এবং রোটেটিং ট্রিপল ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করেছিল যা এর বিশেষ ডিজাইনের জন্য অত্যন্ত কম সময়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। লঞ্চের সময় কোম্পানি ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছিল, কিন্তু এখন কোম্পানি Samsung Galaxy A80 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চের জন্য উদ‍্যোগী হয়েছে। 

আরও পড়ুন : মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, সঙ্গে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 4,000 এম‌এএইচের ব‍্যাটারী

কেনার লিস্টিং থেকে জানা গেছে কোম্পানি Samsung Galaxy A80 এর 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। টেনার লিস্টিঙে Samsung Galaxy A80 (SM-A8050) এর নতুন ভেরিয়েন্ট দেখা গেছে, যেখানে 256 জিবি স্টোরেজ ছাড়া অন‍্যান‍্য সমস্ত স্পেসিফিকেশন আগের মতই। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে Samsung Galaxy A80 এর নতুন ভেরিয়েন্ট কবে লঞ্চ করা হবে।

স্পেসিফিকেশন

Samsung Galaxy A80  ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Jio এর 149 টাকার প্ল‍্যানের থেকে কি Airtel ও Vodafone এর ফোনের রিচার্জ প্ল‍্যান বেশি ভালো? কোনটিতে বেশি বেনিফিট?

আগেই বলা হয়েছে যে Samsung Galaxy A80 তে রেয়ার ক‍্যামেরা এবং ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ একটিই। ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি 3ডি ডেপথ সেন্সিং টেকনিকযুক্ত এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর।

Samsung Galaxy A80 একটি 4জি ফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A80 তে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here