4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 39,000 টাকা দামে ভারতে হবে লঞ্চ, 6 জিবি র‍্যামের সঙ্গে থাকবে 6.3 ইঞ্চির স্ক্রিন

স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাসহ স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 গত সপ্তাহে কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। ফোনটি লিস্টেড করার সঙ্গে সঙ্গে কোম্পানি গ‍্যালাক্সি এ9 ফোনটির প্রি রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। স‍্যামসাং ইন্ডিয়া এখন‌ও অবশ্য জানায়নি ফোনটি কত তারিখে ভারতে লঞ্চ হবে। কিন্তু ফোন লঞ্চের আগেই 91মোবাইলস এর দাম সম্পর্কে খোঁজ খবর পেয়ে গেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে 39,000 টাকা দামে লঞ্চ করা হবে।
অদৃশ্য সেলফি ক‍্যামেরা ও ইনভিজিবল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লেনোভো জেড5 প্রো লঞ্চ

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ভারতে লঞ্চ সম্পর্কে এখনই কোম্পানির তরফ থেকে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। কিন্তু 91মোবাইলস স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে গ‍্যালাক্সি এ9 এর দাম খুঁজে বের করেছে যেখানে ফোনটির লিস্ট প্রাইস 39,000 টাকা বলা হয়েছে। ভারতে ফোনটির কটি ভেরিয়েন্ট লঞ্চ হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি তাই 39,000 টাকা দামে কোন ভেরিয়েন্ট পাওয়া যাবে তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু গ‍্যালাক্সি এ9 এর কোনো একটি ভেরিয়েন্ট 39,000 টাকা দামে লঞ্চ হবে তা নিশ্চিত।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর সবচেয়ে বড় বিশেষত্ব এর চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত রেয়ার ক‍্যামেরা সেট‌আপ। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ‍্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে।
6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস

গ‍্যালাক্সি এ9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 3,800 এমএএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ে ফোনটি চার্জ করতে সক্ষম। এই ফোনে ফেস রিকগনিশন ফিচার আছে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে। গ‍্যালাক্সি এ9 ভারতে লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও।ক‍্যাভিয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজে ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে। তাই মনে করা হচ্ছে ফোনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 39,000 টাকা দামে লঞ্চ করা হবে। প্রসঙ্গত মালয়েশিয়াতে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে স‍্যামসাং 6 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টও ভারতে লঞ্চ করা হবে। স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ9 এর লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি তাই ফোনের লঞ্চ ও দামের জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here