4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল এ44 পাওয়ার, দাম মাত্র 5,999 টাকা

টেক কোম্পানি আইটেল আগস্ট মাসে এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন আইটেল এ45, আইটেল এ22 ও আইটেল এ22 প্রো লঞ্চ করেছিল। এই তিনটি স্মার্টফোনের দাম‌ই 6,000 টাকার কম ছিল। আজ আবার কোম্পানি এদেশে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন আইটেল এ44 পাওয়ার লঞ্চ করেছে। আইটেলের পক্ষ থেকে এ44 পাওয়ার অ্যান্ড্রয়েড গো এডিশনে পেশ করা হয়েছে যা অত্যন্ত সুন্দর প্রসেসিং দিতে সক্ষম।

মোটোরোলার উপহার : 2,000 টাকা সস্তা হল মোটো জি6

আইটেল এ44 পাওয়ার ফোনটি কোম্পানি 480 × 960 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির ডব্লিউভিজিএ ফুল স্ক্রিনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও গো এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে যা 64 বিট 1.4 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরে রান করে। অ্যান্ড্রয়েড গো থাকার দরুন কম র‍্যাম থাকা সত্ত্বেও এই ফোন ফাস্ট ও ল‍্যাগ ফ্রি প্রসেসিং করতে সক্ষম।

কোম্পানি এই ফোনে 1 জিবি র‍্যাম দিয়েছে। এতে 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এ44 পাওয়ার ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 5 মেগাপিক্সেলের প্রাইমারি ও একটি সেকেন্ডারি ভিজিএ ক‍্যামেরা আছে। সেলফির জন্য এতে 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

11ই ডিসেম্বর লঞ্চ হবে আসুসের 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা জেনফোন ম‍্যাক্স প্রো এম2

আইটেল এ44 পাওয়ার 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ফেস আনলক ফিচার সাপোর্ট করে। এ44 পাওয়ারে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এতে ওটিজি সাপোর্ট করে, যার ফলে ফোনটি পাওয়ার ব‍্যাঙ্কের মতো অন্য ফোন চার্জ করতে ব‍্যবহার করা যাবে। আইটেল এ44 পাওয়ার ফোনটি এক্কা ব্লু, শেপেন গোল্ড ও ডিপ গ্ৰে কালার ভেরিয়েন্টে 5,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here