লেনোভো অধিকৃত মোটোরোলা কোম্পানি কম দামে শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত ফোন লঞ্চ করার জন্য সুপরিচিত। মোটোরোলার মোটো জি6 কোম্পানির হিট ফোনগুলির মধ্যে একটি। কোম্পানির ফ্যানদের খুশি করে কোম্পানি মোটো জি6 ফোনটির দাম সরাসরি 2,000 টাকা কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস কাট অফলাইন মার্কেটে করা হয়েছে। অর্থাৎ মোটো জি6 2,000 টাকা কম দামে অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। আমাজন ইন্ডিয়াতে মোটো জি6 আপাতত তার পুরোনো দামেই বিক্রি হবে।
11ই ডিসেম্বর লঞ্চ হবে আসুসের 3 রেয়ার ক্যামেরাওয়ালা জেনফোন ম্যাক্স প্রো এম2
মোটো জি6 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। একটি ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে এবং অন্য ভেরিয়েন্টটিতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু প্রাইস কাটের পর ফোনটি 11,999 টাকা দিয়ে কেনা যাবে। একই ভাবে ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ হয় কিন্তু এখন ফোনটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
মোটো জি6 ফোনটিতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে। মোটো জি6 ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেটে কাজ করে এবং এতে 14এনএমের 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। ফোনের ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে।
28শে নভেম্বর লঞ্চ হবে রিয়েলমি ইউ1, এটি হবে দেশের প্রথম হেলিও পি70 চিপসেটওয়ালা স্মার্টফোন
সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। মোটো জি6 একটি 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এর ফ্রন্ট প্যানেলে দেওয়া হোম বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 3,000 এমএএইচ ব্যাটারী। মোটো জি6 আজ থেকেই সমস্ত রিটেইল স্টোরে নতুন দামে বিক্রি হবে।









