স‍্যামসাং আনছে অত‍্যন্ত সস্তা Samsung Galaxy E02 স্মার্টফোন, ভারতীয় সাইটে হল লিস্টেড

আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম Samsung Galaxy E02 ফোনটি SM-E025F/DS মডেল নাম্বারের সঙ্গে BIS ও Wi-Fi সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। এবার Samsung Galaxy E সিরিজের এই আগামী ফোনটি এর ডিটেইলসের সঙ্গে স‍্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটের সাপোর্ট পেজে স্পট করা হয়েছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে ভারতে Samsung Galaxy E02 ফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই সেই বিষয়েও ঘোষণা করে দেবে।

আরও পড়ুন: Jio নিয়ে এল বাম্পার ডেটা প্ল‍্যান, 140 দিনে পাওয়া যাবে 106GB ডেটা, প্রাথমিক দাম 22 টাকা

লিস্টেড হল ভারতীয় সাইটে

আগেই জানিয়েছি বেশ কিছু দিন আগে এই ফোনটি Wi-Fi Alliance ও BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই সাইটগুলিতে বলা হয় এই ফোনে Wi-Fi 2.4GHz ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

Samsung Galaxy E02 এর দাম কত হবে?

মনে করা হচ্ছে Samsung Galaxy E02 ফোনটি কোম্পানি লো বাজেটে লঞ্চ করা হবে। তবে এবিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। কিন্তু এখনও পর্যন্ত আমরা যত খবর পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে ফোনটির দাম 10 হাজার টাকার কম হতে পারে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই ফোনটির আসল দাম লিক হয়ে যাবে।

আরও পড়ুন: ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy E02 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স‍্যামসাঙের এই আগামী ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামী দিনে ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন জানা যাবে বলে মনে করা হচ্ছে।

11 মার্চ লঞ্চ হবে Samsung Galaxy M12 

কোম্পানি তাদের গ‍্যালাক্সি ই02 ফোনটি লঞ্চের আগে আগামী 11 মার্চ আরেকটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আজ‌ই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ওইদিন Samsung Galaxy M12 পেশ করা হবে। ভারতের মার্কেটে Samsung Galaxy M12 ফোনটি 15 ওয়াট সুপার ফাস্ট টেকনোলজিযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এছাড়া আরও জানা গেছে এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও রিটেইল স্টোরে বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here