স্যামসাং মার্কেটে একদিকে যেমন তাদের ফ্লাগশিপ সেগমেন্টকে আরও শক্তিশালী করে চলেছে তেমনই আবার লো বাজেটের চাহিদার কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য একের পর এক অসাধারণ স্মার্টফোন লঞ্চ করছে। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M02 এবং Samsung Galaxy M02s স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যা যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। এবার কোম্পানি লো বাজেট স্মার্টফোন ইউজারদের জন্য আগামী 11 মার্চ ভারতে Samsung Galaxy M12 নামের আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল Redmi Note 10, জানা গেছে স্পেসিফিকেশনও
আমরা অনেক দিন আগেই Samsung Galaxy M12 সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম নয়ডায় অবস্থিত স্যামসাঙের ফ্যাক্টরীতে ফোনটির প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং শীঘ্রই কোম্পানি ভারতের মার্কেটে ফোনটি লঞ্চ করে দেবে। এবার কোম্পানি স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy M12 ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এই পেজে ফোনটির ফোটো ও ফুল স্পেসিফিকেশনসহ জানিয়ে দেওয়া হয়েছে আগামী 11 মার্চ দুপুর 12টার সময় Samsung Galaxy M12 লঞ্চ করা হবে।
Samsung Galaxy M12
কোম্পানি তাদের Samsung Galaxy M12 স্মার্টফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে এবং এর নাম রেখেছে ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে। স্মুথ ভিউইং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দেবে। প্রসেসিঙের জন্য এতে 8 ন্যানোমিটার টেকনিকে তৈরি স্যামসাঙের নিজস্ব এক্সিনস চিপসেট দেওয়া হবে।
আরও পড়ুন: 108MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme X9 Pro, সঙ্গে থাকবে গেমিং প্রসেসর
ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। জানিয়ে রাখি আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ভারতে Samsung Galaxy M12 ফোনটি 15 ওয়াট সুপার ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে 11 মার্চ ফোনটির লঞ্চের পর কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও রিটেইল স্টোরে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন