ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

ওয়ানপ্লাস তাদের আগামী OnePlus 9 সিরিজ লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কোম্পানি আগামী 8 মার্চ জানাবে। কোম্পানি তাদের ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি অফিসিয়াল টীজার জারি করে এই কথা জানিয়েছেন। আমরা কিছু দিন আগেই জানিয়েছিলাম এই সিরিজে কোম্পানি OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R লঞ্চ করবে। এছাড়া টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন OnePlus 9 সিরিজ আগামী 23 মার্চ পেশ করা হবে।

আরও পড়ুন: হিরোর মতো আসছে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G স্মার্টফোন, ফোটো শেয়ার করলেন বরুণ ধাওয়ান

ফোনের সঙ্গে লঞ্চ হবে স্মার্ট ওয়াচ

কয়েক দিন আগেই টিপস্টার ইভান ব্লস OnePlus 9R ফোনটি সম্পর্কে জানিয়েছিলেন। আগেই এই ফোনটিকেই OnePlus 9E/9 Lite নামে উল্লেখ করা হচ্ছিল। অন‍্যদিকে কোম্পানির সিইও পীট লাউ স্মার্ট ওয়াচ লঞ্চের কথা জানিয়েছিলেন। আশা করা হচ্ছে এর নাম রাখা হবে OnePlus Watch। আমরা এর আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম মার্চ মাসে OnePlus Watch, OnePlus 9R ছাড়া আরও দুটি প্রোডাক্ট পেশ করা হবে।

OnePlus 9 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 9 Pro ফোনটি হার্ডওয়্যার ও ফিচারের দিক থেকে সম্পূর্ণভাবে একটি ফ্ল‍্যাগশিপ ফোন হতে চলেছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট ও অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া লিকে বলা হয়েছে ফোনে Hasselblad ব্র‍্যান্ডের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 64 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3.3x জুম ক‍্যামেরা থাকবে। আরও জানা গেছে এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ডিভাইসে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল Redmi Note 10, জানা গেছে স্পেসিফিকেশন‌ও

OnePlus 9E এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এই ফোনটি কোম্পানির আপকামিং সিরিজের সবচেয়ে অ্যাফোর্ডেবল ভেরিয়েন্ট হতে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট দেওয়া হবে। লেটেস্ট লিকেও এই কথা প্রাধান্য পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে OnePlus 9E তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য OnePlus 9E তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। বর্তমানে টেক জগতে কানাঘুষো চলছে যে এই মাসেই অর্থাৎ মার্চে ভারতসহ গোটা বিশ্বে OnePlus 9 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme X9 Pro, সঙ্গে থাকবে গেমিং প্রসেসর

OnePlus 9 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া আমাদের তথ্য অনুযায়ী OnePlus 9 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট ও পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.55 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া মনে করা হচ্ছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে। এছাড়া এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here