20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95

কিছু দিন আগেই 91মোবাইলস জানিয়েছিল চীনা স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো ভারতীয় বাজারে তাদের নতুন ফোন ভিভো ওয়াই95 পেশ করবে ও গতকাল কোম্পানি ফোনটি পেশ করে দিয়েছে। কম দামে এই ফোনটি হ‍্যালো নচ ফিচারযুক্ত যার সূচনা কোম্পানি তাদের ফ্ল‍্যাগশিপ ফোন ভিভো ভি11 এর মাধ্যমে করে। ভারতে ভিভো ওয়াই95 এর দাম 16,990 টাকা রাখা হয়েছে এবং ফোনটি কোম্পানির সমস্ত অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে।

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পর আসতে চলেছে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা, ডিসেম্বরে লঞ্চ হবে হুয়াইয়ের এই বিশেষ ফোন

ভিভো ওয়াই95 এর স্পেসিফিকেশন
ভিভো ওয়াই95 এ 6.22 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন রেজলিউশন 1520 × 720 পিক্সেল। কোম্পানি এতে ফুল ভিউ ইনসেল ডিসপ্লের ব‍্যবহার করেছে। 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ফোনে ডিসপ্লের ওপর দিকে ছোট নচ দেওয়া হয়েছে এবং কোম্পানি এর নাম হ‍্যালো নচ রেখেছে। এই নচেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটযুক্ত এই ফোনে অক্টাকোর (2 × 1.95 গিগাহার্টসের কর্টেক্স এ53 ও 6 × 1.45 গিগাহার্টসের কর্টেক্স এ53) প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর তবে দামের তুলনায় তেমন বিশেষ কিছু নয়। এই দামে 600 সিরিজের চিপসেট পাওয়া যায় যা অনেক বেশি অ্যাডভান্স। কোম্পানি এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এই ফোনে মেমরি কার্ড সাপোর্ট করে।

8 জিবি র‍্যামসহ আসুসের সবথেকে শক্তিশালী ফোন 29 নভেম্বর ভারতে লঞ্চ হবে

এই ফোনটি ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। ভিভো ওয়াই95 এ 4জি ভোএলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ওয়াই95 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ক‍্যামেরার সঙ্গে এতে প্রো মোড ও ফেস বিউটি অপশন পাওয়া যাবে।

ভিভো ওয়াই95 এ 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। এই ফোনে ইউএসবি পোর্ট 2.0 আছে। ফোনটি স্ট্ররী ব্ল‍্যাক ও নেলিউলা পার্পল কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

নোকিয়া 5 ক‍্যামেরা তো স‍্যামসা্ং আনতে চলেছে 6 ক‍্যামেরা ফোন,গ‍্যালাক্সি এস10 হতে পারে সেই প্রথম ডিভাইস

সেলস প‍্যাক
ভিভো ওয়াই95 এর সেলস প‍্যাকে ফোনের সঙ্গে ইউএসবি কেবল, পাওয়ার সকেট, সিম ইজেক্টার, প্রোটেক্টিং কেস ও স্ক্রিন প্রটেক্টর পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here