6000mAh ব‍্যাটারী ও সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে 8 অক্টোবর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy F41

Samsung Galaxy F41 ফোনটি লঞ্চের জন্য প্রস্তুত। গতকালই এই ফোনটির প্রোডাক্ট পেজ ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছে। আজ কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। স‍্যামসাং জানিয়েছে তাদের ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের এই ফোনটি আগামী 8 অক্টোবর ভারতে লঞ্চ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি সবার আগে ভারতে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেলের জন্য পেশ করা হবে।

আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F41, জেনে নিন কবে ভারতে লঞ্চ হবে এই সুন্দর স্মার্টফোন

আগামী 8 অক্টোবর বিকেল 5 টা 30 মিনিটে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে Samsung Galaxy F41 লঞ্চ করা হবে। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টেও এই অনুষ্ঠান লাইভ দেখানো হবে এবং বিশ্বের যে কোনো প্রান্তে বসে এই লঞ্চ ইভেন্ট উপভোগ করা যাবে। আরও জানা গেছে Samsung Galaxy F41 এ 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও বেজল লেস ডিসপ্লে থাকবে।

লুক

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F41 এর লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টে এর ফোটোও শেয়ার করা হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। মার্কেটে ফোনটি ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোয় ফোনটির স্ক্রিন সম্পূর্ণ বেজল লেস দেখা গেছে। Samsung Galaxy F41 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে ফ্ল‍্যাশ লাইটসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেন্সরগুলি ভার্টিক‍্যাল পজিশনে অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং সাইড প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন আছে। তবে Samsung Galaxy F41 এর বাটন সাধারণের চেয়ে একটু বেশিই উঁচুতে অবস্থিত বলে মনে হয়।

আরও পড়ুন: 30 সেপ্টেম্বর Xiaomi লঞ্চ করবে মি 10টি সিরিজ, লঞ্চ হতে পারে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro

Samsung Galaxy F41

কোম্পানি এখন‌ও পর্যন্ত Samsung Galaxy F41 এর নাম ঘোষণা করেনি তবে কিছু দিন আগে ফোনটি গুগল প্লে কনসোল ও গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। সেখান থেকেই ফোনটির নামসহ আরও কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। একটি রিপোর্ট থেকে জানা গেছে ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত ক‍্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

গুগল প্লে কনসোল‌ অনুযায়ী Samsung Galaxy F41 এ Exynos 9611 চিপসেট ও গ্ৰাফিক্সের জন্য ARM Mali G72 GPU এবং 6GB RAM থাকবে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ওয়ান ইউআই 2.0 কাস্টম স্কিনে কাজ করবে। Samsung Galaxy F41 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত এফ‌এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড ক‍্যামেরাযুক্ত Moto E7 Plus, দাম মাত্র 9499 টাকা

অন‍্যদিকে গীকবেঞ্চের লিস্টিঙেও বলা হয়েছে ফোনটিতে অক্টাকোর এক্সিনস 9611 চিপসেট ও 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে চলবে। এখানেও বলা হয়েছে ফোনটিতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি সিঙ্গেল কোরে 348 এবং মাল্টি কোরে 1339 পয়েন্ট পেয়েছে। এই সিরিজ প্রথমে শুধুমাত্র অনলাইনে এবং  পরবর্তী সময়ে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে। ফোনটির সঠিক ফিচার ও স্পেসিফিকেশন জানার জন্য এখন আগামী 8 অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here