30 সেপ্টেম্বর Xiaomi লঞ্চ করবে মি 10টি সিরিজ, লঞ্চ হতে পারে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro

গত মাসে চীনের টেক কোম্পানি শাওমি সম্পর্কে একটি খবর পাওয়া গিয়েছিল যে কোম্পানি তাদের ‘মি 10টি’ সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে এবং এই সিরিজ ভারতেও লঞ্চ করা হতে পারে। এবার কোম্পানি অফিসিয়ালি মি 10টি সিরিজ সম্পর্কে ঘোষণা করে জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বর কোম্পানি তাদের নতুন সিরিজ টেক মঞ্চে পেশ করবে। শোনা যাচ্ছে এই সিরিজে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro স্মার্টফোন লঞ্চ করা হবে।

আরও পড়ুন: মাত্র 4000 টাকা দামে লঞ্চ হবে Jio Android Smartphone, চাইনিজ ব্র‍্যান্ডকে জব্দ করতে আম্বানির পরিকল্পনা

শাওমির ঘোষণা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বর কোম্পানি একটি অনলাইন ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই মি 10টি সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল 5 টা বেজে 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে এবং কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে লাইভ দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি ওই দিন কোন কোন ফোন লঞ্চ করা হবে কিন্তু মনে করা হচ্ছে 30 সেপ্টেম্বর Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Proলঞ্চ করা হবে। আশা করা হচ্ছে আগামী দিনে ফোনগুলি ভারতেও পেশ করা হবে।

144Hz ডিসপ্লে

জানিয়ে রাখি আগেই Xiaomi Mi 10T Pro এর ফোটো ও স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই লিকে বলা হয়েছে ফোনটিতে এলসিডি প‍্যানেলে তৈরি 144 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। প্রসঙ্গত কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া Mi 10 Ultra তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছিল। তবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও Mi 10T Pro তে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে Nokia 2.4 ও Nokia 3.4, লাইভ হল অফিসিয়াল ওয়েবসাইটের পেজ

প্রসেসর

লিক অনুযায়ী Xiaomi Mi 10T এবং Mi 10T Pro ফোনদুটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865+ SoC এর সঙ্গে লঞ্চ করা হবে। এই চিপসেটের দৌলতে এই ফোনে 5জি কানেক্টিভিটিও পাওয়া যাবে। লিক থেকে জানা গেছে Xiaomi Mi 10T তে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। তবে এই কথা অস্বীকার করা যায় না যে ফোনদুটি একাধিক ভেরিয়েন্টে এবং এর চেয়েও বেশি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে।

অসাধারণ ক‍্যামেরা

Xiaomi Mi 10T Pro এর ফোটোয় ফোনটির ক‍্যামেরা সেট‌আপ অনেকটা গিম্বলের মতো স্টেবিলাইজেশন টেকনিকের সঙ্গে লঞ্চ হ‌ওয়া Vivo X50 Pro এর মতো দেখতে। মনে করা হচ্ছে এই আগামী ফোনে এই ধরনের ফিচার যোগ করা হবে। আবার লিক অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। অন‍্যদিকে Xiaomi Mi 10T তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

আরও পড়ুন: 4GB RAM, হেলিও জি70 চিপসেট ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে আসছে Infinix Note 8i, শীঘ্রই হবে লঞ্চ

5,000mAh ব‍্যাটারী

Mi 10T Pro তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি তাদের Mi 10 Ultra তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যোগ করেছে যা 50 ওয়াট ফাস্ট ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে। এই ফোনে 10 ওয়াট স্পীডে কাজ করা রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে Xiaomi Mi 10T Pro তেও ওয়ারলেস চার্জিং ফিচার থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে Xiaomi Mi 10T এবং Mi 10T Pro এর সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনদুটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here