এক্সক্লুসিভ: মাত্র 9,900 টাকায় লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি জে4, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

এক্সক্লুসিভ: মাত্র 9,900 টাকায় লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি জে4, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

এই মাসের প্রথম দিকে খবর পাওয়া গেছিল যে স‍্যামসাং জে সিরিজ ও এ সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। গত সপ্তাহে কোম্পানি ফোনগুলির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে।
আমাদের কাছে তথ্য ছিল কোম্পানি জে4 লঞ্চ করতে চলেছে, কিন্তু ফোনটি তখষ আসেনি এবং কিছু দিন পর পাকিস্তান ও চীনের ওয়েবসাইটে ফোনটিকে দেখা যায়। তারপর আশা করা হয় কোম্পানি খুব তাড়াতাড়ি স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 (2018) লঞ্চ করবে এবং এখন 91মোবাইলসের কাছে ফোনটির লঞ্চ সম্পর্কে এক্সক্লুসিভ খবর আছে। শাওমি রেডমি 6 প্লাসের তথ্য লিক, সস্তা বাজেটে আইফোন 10 এর মত নচ ডিসপ্লে

রিটেইল স্টোর থেকে খবর পাওয়া গেছে ফোনটির ডিলার প্রাইস হবে 9,699 টাকা। এবং ফোনটির বিক্রয়মূল‍্য হবে 9,990 টাকা। এখনও পর্যন্ত লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি তবে আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি রিটেইল স্টোরে পাওয়া যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 (2018) তে 5.5 ইঞ্চির স্ক্রিন আছে। এতে সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা বেটার ভিউএর জন্য পরিচিত। ফোনটি এক্সনোস 7570 চিপসেটে রান করবে এবং এতে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে মালী টি720 এমপি জিপিইউ আছে।

কোম্পানি এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে। এছাড়া ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এতে 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা আছে যা এফ/1.9 অ্যাপার্চারযুক্ত। এছাড়া ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। সেষফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এটিও এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 (2018) 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এর সঙ্গে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের ফিচার আছে। এছাড়া 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিও আছে।

শোনা যাচ্ছে স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 (2018) জুন মাসের প্রথম দিকে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here