স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি জে8 ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছে। 91মোবাইলসকে রিটেইল স্টোরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী 1,000 টাকা দাম কমার পর ফোনটি 14,990 টাকা সেল করা হচ্ছে। প্রসঙ্গত কোম্পানি গ‍্যালাক্সি জে8 18,990 টাকা দামে লঞ্চ করেছিল। লঞ্চের কিছু দিন পর কোম্পানি ফোনটির দাম 3,000 টাকা কমানো হয়েছিল। এবার 1,000 টাকা দাম কমার পর গ‍্যালাক্সি জে8 এর 14,990 টাকা দামে বিক্রি করা হবে। ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গোল্ড কালার ভেরিয়েন্টে বেচা হচ্ছে।

89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি পলিকার্বনেট ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যা ইনফিনিটি ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। কোম্পানির তরফ থেকে গ‍্যালাক্সি জে8 এ 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, যা 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সরযুক্ত। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনের দুটি প‍্যানেলেই ফ্ল‍্যাশ লাইট আছে। এই ফোনে 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, মাইক্রোইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

অত্যন্ত সস্তা হল শাওমি মি এল‌ইডি টিভি 4সি প্রো 32 ইঞ্চি, মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

প্রসঙ্গত স‍্যামসাং গত মাসে ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 লঞ্চ করেছে। এই ট‍্যাবলেটটি শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে মিলিটারি গ্ৰেড আল্ট্রা ডিউরাবিলিটি দিয়ে অত্যন্ত মজবুত বানিয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 ভারতে 50,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে সেল করা হবে। গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 ভারতে এখনও সেল শুরুও হয়নি অথচ স‍্যামসাঙের আরেকটি ট‍্যাবলেট ইন্টারনেটে লিক হয়ে গেছে। স‍্যামসাঙের এই ট‍্যাবলেটের নাম গ‍্যালাক্সি ট‍্যাব এ3 এক্স‌এল বলা হয়েছে যা আগামী দিনে টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এ3 এক্স‌এল বিভিন্ন ওয়েবসাইটে দেখা গেছে। এই ট‍্যাবলেটটি একদিকে যেমন ব্লুটুথ এস‌আইজি ওয়েবসাইটে সার্টিফাইড করা হয়েছে তেমনই চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও গ‍্যালাক্সি ট‍্যাব এ3 এক্স‌এল সিঙ্গেল কোর ও মাল্টি কোর স্কোরের সঙ্গে লিস্টেড করা হয়েছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি ট‍্যাব এ3 এক্সএল আমেরিকার ওয়েবসাইট ফেডারাল কমিউনিকেশন কমিশন (এফসিসি) তেও লিস্টেড করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here