Samsung আজকে ভারতীয় বাজারে নিজের কৌশলে নতুন ফোন লঞ্চ করল। লো বাজেট সেগমেন্টে প্রতিদ্বন্দ্বী ব্রান্ডস গুলোকে টক্কর দিতে এই কোরিয়ান কোম্পানি নতুন স্মার্টফোন Samsung Galaxy M02 কে ইন্ডিয়াতে লঞ্চ করল। স্যামসাং গ্যালাক্সি এম02 শুধুমাত্র 6,999 টাকা দামে এখন মার্কেটে প্রবেশ করল যা 5000 এমএএইচ ব্যাটারি আর ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত ফিচার্স থাকছে। Samsung Galaxy M02 কে আগামী 9 ফেব্রুয়ারি থেকে শপিং সাইটে ক্রয় করা যাবে।
লুক এবং ডিজাইন
Samsung Galaxy M02 কে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ডিজাইনে লঞ্চ করা হয়েছে। ফ্রন্ট প্যানেলে স্ক্রিনে তিন দিকে বেজল লেস আছে এবং নিচে চওড়া চিন অংশ আছে। স্ক্রিনের উপরের দিকে ভি শেপের ছোটো নচ উপস্থিত আছে। গ্যালাক্সি এম 02 এর ব্যাক প্যানেলে অল্প রগ্ড ডিজাইনে তৈরী যার উপরের দিকে ভার্টিকাল শেপে ডুয়াল রেয়ার ক্যামেরা অবস্থিত আছে । ফোনের ডান দিকের সাইড প্যানেলে ভলিউম বাটন ও পাওয়ার বাটন দেওয়া আছে এবং লোওয়ার প্যানেলে ইউএসবি পোর্ট আছে। Samsung Galaxy M02 এর বেধ 9.1 এমএম আর ওজন 206 গ্রাম।
ফিচার এবং স্পেশিফিকেশান্স
Samsung Galaxy M02 কে 6.5 ইঞ্চি এর এইচডি + স্ক্রিনে লঞ্চ করা হয়েছে যাকে কোম্পানি ইনফিনিটি বি ডিসপ্লে নাম দিয়েছে। স্যামসাং এর এই নতুন ফোনটি এন্ড্রয়েড 10 ওএস এ লঞ্চ হয়েছে যা অক্টাকোর প্রসেসর এর সাথে মিডিয়াটেক চিপসেটে চলবে। ইন্ডিয়ান মার্কেটে গ্যালাক্সি এম 02 দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার মধ্যে 2 জিবি র্যাম আর 3 জিবি র্যাম উপস্থিত আছে। এই দুইটি ভেরিয়েন্টে 32 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে যাতে মাইক্রোএসডি 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এম 02 ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এলইডি ফ্ল্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এছাড়াও এই স্মার্টফোনে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। অন্যএ সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য Samsung Galaxy M02 স্মার্টফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর সাপোর্ট করে।
Samsung Galaxy M02 ডুয়াল সিম ফোন যাতে 4 জি ভোলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথে সিকিউরিটি এর জন্য যেখানে এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া আছে আবার পাওয়ার ব্যাক আপের জন্য গ্যালাক্সি এম 02 স্মার্টফোনে 5000 এমএএইচ এর বড়ো ব্যাটারি সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি এম 02 এর প্রথম দিকের দাম 6,999 টাকায় এই ফোনটিকে Black,Grey,Blue আর Red রঙে কেনা যাবে। প্রথম দিকে এটিকে শুধুমাত্র 6,799 টাকায় কেনা যাবে।