স্যামসাং কয়েক দিন আগে ‘Samsung Carnival’ ফেস্টিভ্যালের ঘোষণা করেছিল, যেখানে কোম্পানির ‘গ্যালাক্সি এম’ সিরিজের 9টি স্মার্টফোন কম দামে সেল করা হয়েছে। অন্যদিকে কোম্পানি তাদের কম দামের Samsung Galaxy M02 ফোনটির দাম 500 টাকা বাড়িয়ে দিয়েছে। ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও স্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন দামে সেল করা হচ্ছে। এই ফোনটি এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির নতুন দাম
আরও পড়ুন: জেনে নিন কিভাবে বিনামূল্যে লাইভ দেখবেন India England T20 ক্রিকেট ম্যাচ
নতুন দাম
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M02 এর দুটি ভেরিয়েন্টের দামই বাড়ানো হয়েছে। ফোনটির 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন 7,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এত দিন 7,499 টাকা দামে সেল করা হত, এখন এই মডেলটি 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
Samsung Galaxy M02 এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M02 তে 6.5 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এর নাম রাখা হয়েছে ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক চিপসেটে রান করে। ভারতে Samsung Galaxy M02 ফোনটি 2 জিবি ও 3 জিবি র্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 32 জিবি মেমরি যোগ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12, দাম মাত্র 10,999 টাকা
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M02 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy M02 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানি তাদের এই সস্তা ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী দিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন