কয়েক দিন আগে ইংল্যান্ড টীমকে হারানোর পর এখন ভারতীয় ক্রিকেট টীমের মনোবল যথেষ্ট বেড়ে গেছে এবং এবার টীম আরও একটি সিরিজের জন্য প্রস্তুত। আগামীকাল থেকে শুরু হওয়া এই সিরিজে পাঁচটি ম্যাচ খেলা হবে এবং খুব স্বাভাবিক ভাবেই গোটা বিশ্ব এই ম্যাচের পরিণতি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গুজরাটের Narendra Modi Stadium এ এই India England T20 ম্যাচ খেলা হবে। উল্লেখ্য এবারও দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। যদিও সোশ্যাল ডিস্ট্যান্সিঙের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এতে উৎসাহের ওপর কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না।
আরও পড়ুন: Reliance Jio এর 1 মাস ভ্যালিডিটির 10টি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান
কবে এবং কোথায় হবে India England T20 ম্যাচ?
আগামীকাল অর্থাৎ 12 মার্চ থেকে India England T20 ম্যাচ শুরু হয়ে 20 মার্চ শেষ হবে। প্রথম ম্যাচ 12 মার্চ সন্ধ্যা 6:30টার সময় শুরু হবে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 14 মার্চ। এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ ডে নাইট রাখা হয়েছে যা সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে। এছাড়া তৃতীয় ম্যাচ 16 মার্চ, চতুর্থ 18 মার্চ এবং পঞ্চম ও অন্তিম ম্যাচ 20 মার্চ খেলা হবে।
ভারত ও ইংল্যান্ডের টীম
● India T20 স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, কে এল রাহুল, শেখর ধাওয়ান, শ্রেয়শ আইয়ার, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডেয়া, রিশভ পান্থ, ঈশান কিশান, যুজভেন্দ্র চাহেল, বরুণ চক্রবর্তী, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি এবং সার্দুল ঠাকুর
● England T20 স্কোয়াড: ইয়ন মরগান (ক্যাপ্টেন), মোইন আলি, জোফরা আর্চার, জনি ব্যারিস্টোভ, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রাসিদ, জ্যাসন রয়, বেন স্ট্রোকস, রীস ট্রপলি, মার্ক উড
আরও পড়ুন: 18GB RAM ও 6000mAh ব্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 5 সিরিজ
কিভাবে দেখবেন India England T20 Series Live
ইন্ডিয়া ইংল্যান্ড টি20 সিরিজ Star Sports India এর মাধ্যমে সম্প্রচার করা হবে এবং টিভি ছাড়া ফোনের মাধ্যমেও এই ম্যাচগুলি দেখা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে Disney+ Hotstar অ্যাপ ব্যবহার করা যায়, এই অ্যাপের মাধ্যমে লাইভ ম্যাচ দেখা যাবে। তবে এর জন্য 399 টাকার সাবস্ক্রিপশন নেওয়া প্রয়োজন। এছাড়াও কিছু উপায় আছে যার সাহায্যে বিনামূল্যে ভারত বনাম ইংল্যান্ড টি20 সিরিজ দেখা যাবে। জিও, এয়ারটেল এবং টাটা স্কাই ইউজাররা ফ্রিতে এই ম্যাচ স্ট্রীম করতে পারবেন। জিও এবং এয়ারটেলের কিছু প্ল্যানে বিনামূল্যে হটস্টার সার্ভিস পাওয়া যায়, সেগুলি রিচার্জ করেও খেলা দেখা যাবে।
কিভাবে মোবাইলে দেখবেন India England T20 ম্যাচ?
মোবাইলে India England T20 সিরিজ দেখার জন্য হটস্টারের সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক নয়। রিলায়েন্স জিও, এয়ারটেল ও টাটা স্কাইয়ের মোবাইল স্ট্রীমিং সার্ভিসের অ্যাপ আছে এবং এগুলিতে বিনামূল্যে India England T20 সিরিজ উপভোগ করা যাবে।
আরও পড়ুন: 64MP ক্যামেরা ও 8GB র্যামের সঙ্গে লঞ্চ হল Huawei এর 5G ফোন Mate 40E
Reliance Jio ইউজাররা কিভাবে দেখবেন?
রিলায়েন্স জিও গ্ৰাহকরা 401 টাকা দামের ও 28 দিন ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করাতেপারেন। এতে প্রতি দিন 3 জিবি ডেটা ছাড়াও অতিরিক্ত 6 জিবি অর্থাৎ মোট 90 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া 598 টাকা দামের 56 দিন ভ্যালিডিটির আরেকটি প্ল্যান আছে এবং এতে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। আরও আছে, 777 টাকার বিনিময়ে 84 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা এবং 2,599 টাকার বিনিময়ে 365 দিনের জন্য প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। উপরোক্ত সবকটি প্ল্যানে এক বছরের জন্য Disney+ Hotstar VIP এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায় এবং এর মধ্যে যে কোনো প্ল্যান রিচার্জ করে India England T20 সিরিজ উপভোগ করতে পারবেন। আপনার কাছে আগে থেকে কোনো অ্যাক্টিভ প্ল্যান থাকলে অ্যাড অন প্ল্যান ব্যবহার করতে পারেন। এই লিস্টে 499 টাকা দামের ক্রিকেট প্যাক ছাড়াও আছে 1208 টাকা, 1206 টাকা, 1004 টাকা এবং 612 টাকা দামের প্ল্যান। এই সবকটি অ্যাড অন প্ল্যানে এক বছরের জন্য ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই প্ল্যানগুলি রিচার্জ করেও India England T20 দেখা যাবে।
Airtel ইউজাররা কিভাবে দেখবেন?
এয়ারটেল ইউজারদের জন্যও প্ল্যানের অভাব নেই। জিওর মতোই এয়ারটেল ইউজাররা 401 টাকার প্ল্যান রিচার্জ করাতে পারেন, এই প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে। এছাড়া 28 দিনের জন্য 448 টাকা ও 499 টাকা দামের প্ল্যান, 56 দিনের জন্য 599 টাকা দামের প্ল্যান এবং এক বছরের জন্য 2,698 টাকা দামের প্ল্যান আছে। এর মধ্যে প্রত্যেকটি প্ল্যানে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন পাওয়া যায়।
আরও পড়ুন: ভারতে আসছে POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব্যাটারী
Tata Sky ইউজাররা কিভাবে দেখবেন?
টাটা স্কাই এর ডিটিএইচ সার্ভিস গ্ৰাহকরা যদি Star Plus এর সাবস্ক্রিপশন নিয়ে রাখেন মোবাইলে India England T20 দেখার জন্য তবে আলাদা করে কোনো পরিষেবা নেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে ফোনে টাটা স্কাই ডিটিএইচ সার্ভিসের অ্যাপ ডাউনলোড করে লগইন করতে হবে। এর ফলে টিভিতে যে যে চ্যানেল দেখা যায় সেগুলি সবই দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন