মাত্র 8,999 টাকা দামে পাওয়া যাবে সুন্দর Samsung Galaxy M02s স্মার্টফোন, 19 জানুয়ারি হবে সেল

স‍্যামসাং গত সপ্তাহে ভারতে একটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। 2021 এর প্রথম স্মার্টফোন হিসেবে কোম্পানি ভারতে Samsung Galaxy M02s লঞ্চ করেছিল। ফোনটি লঞ্চের সময় স‍্যামসাং এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানালেও সেল ডেট সম্পর্কে কিছুই জানায়নি। এবার শপিং সাইট আমাজন ফোনটির প্রোডাক্ট পেজ আপডেট করে জানিয়ে দিয়েছে আগামী 19 জানুয়ারি থেকে ভারতে Samsung Galaxy M02s সেল করা হবে।

মার্কেটে Samsung Galaxy M02s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy M02s এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 8,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 19 জানুয়ারি থেকে ভারতে Samsung Galaxy M02s ফোনটি রেড, ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Samsung Galaxy M02s

এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে। Samsung Galaxy M02s এর ডিসপ্লের তিন দিকে অত্যন্ত পাতলা বেজল আছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02s ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের পাশাপাশি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। ভারতে ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here