ভারতে ডিসকন্টিনিউ হল Samsung Galaxy M10, M10s এবং M20

কয়েক দিন আগে ভারতে GST রেট বেড়ে যাওয়ায় সাউথ কোরিয়ার ইলেকট্রিক কোম্পানি Samsung তাদের প্রায় সমস্ত স্মার্টফোনের দাম বাড়াতে বাধ‍্য হয়। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের গত বছর অর্থাৎ 2019 সালে লঞ্চ করা Samsung Galaxy M10 এবং Galaxy M20 ফোনদুটি ডিসকন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ফোন‌ই কোম্পানির বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হয়েছিল। এই দুটি ফোনের সঙ্গে সঙ্গেই কোম্পানি Samsung Galaxy M10s ফোনটিও ডিসকন্টিনিউ করবে।

আরও পড়ুন: Xiaomi করতে পারে ধামাকা, ফাইল করল বিশেষ ফোনের পেটেন্ট

টেক ওয়েবসাইট mysmartprice এর খবর অনুযায়ী কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy M10, M10s এবং M20 ফোন তিনটি ডিসকন্টিনিউ করার ব‍্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন তিনটি সরিয়ে দিয়েছে। এমনকি আমাজন ইন্ডিয়া থেকেও এখন আর Samsung Galaxy M10, M10s এবং M20 ফোনগুলি কেনা যাচ্ছে না। এর থেকেই বোঝা যায় কোম্পানি চুপচাপ ভারত থেকে এই ফোন তিনটি ডিসকন্টিনিউ করে দিয়েছে।

এই তিনটি ফোন বাদ দেওয়ার পর দেশে এখন কোম্পানির সবচেয়ে অ্যাফোর্ডেবল স্মার্টফোন Samsung Galaxy M30। এই ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 9,685 টাকা। অন‍্যদিকে ভারতে এই সিরিজে এখনও Galaxy M30s, Galaxy M21 এবং Galaxy M31 ফোনগুলি বেচা হয়।

আরও পড়ুন: জেনে নিন Reliance Jio, Airtel ও Vodafone Idea কোম্পানি তিনটির প্রতিদিন 3 GB ডেটাওয়ালা বেস্ট প্ল‍্যান

স‍্যামসাং গত মাসে ভারতে তাদের এম সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন Samsung Galaxy M11 লঞ্চ করেছিল। কোম্পানির এই ফোনটিতে 6.4 ইঞ্চির এইচডি+ এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে আছে। Samsung Galaxy M11 এর চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু জানা গেছে এই ফোনে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর সিপিইউ থাকবে।

এই ফোনটিতে 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। এছাড়াও Samsung Galaxy M11 এর মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে সবচেয়ে এগিয়ে Airtel, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here