108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme X9 Pro, সঙ্গে থাকবে গেমিং প্রসেসর

এই মাসের আগামী 4 তারিখ চীনে Realme GT স্মার্টফোন লঞ্চ করা হবে। এটিকে কোম্পানির একটি হাইএন্ড গেমিং স্মার্টফোন বলা হচ্ছে। এর সঙ্গেই কোম্পানির আরও একটি ফোন সম্পর্কে তথ্য জানা গেছে। খবর পাওয়া গেছে কোম্পানি শীঘ্রই Realme X9 Pro নামের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এটি ভারতে লঞ্চ করা Realme X7 এর‌ই আপগ্ৰেডেড ভার্সন। কোম্পানি তাদের এই আগামী স্মার্টফোনগুলির মধ্য দিয়ে ইউজারদের জন্য আরও বেশি করে গেমিং ফোনের অপশন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। রিয়েলমি জিটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হবে আগেই জানা গেছে এবং এবার খবর পাওয়া গেছে Realme X9 Pro তে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট দেওয়া হতে পারে।

আরও পড়ুন: Xiaomi এর কেরামতি: লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ-হোল কাট‌আউটযুক্ত Redmi K40 স্মার্টফোন, এতে আছে 48MP ক‍্যামেরা ও 12GB RAM

Realme X9 Pro এর স্পেসিফিকেশন

Realme X9 Pro সম্পর্কে আজ প্রথম কোনো লিক পাওয়া গেছে। চীনের WHYLAB ওয়েবসাইটের পক্ষ থেকে সেখানকার সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা হয়েছে। এরপর এই খবর সবার আগে আমরাই ইংলিশ ভার্সনে অর্থাৎ 91Mobiles ওয়েবসাইটে প্রকাশ করি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি MediaTek Dimensity 1200 চিপসেটে রান করবে। এছাড়া এতে পাঞ্চ হোল ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হবে।

আজকের লিকে বলা হয়েছে, Realme X9 Pro তে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যাবে। এই ফোনে দুর্দান্ত ক‍্যামেরা সেগমেন্ট‌ও দেখা যেতে পারে। রিয়েলমি 8 এর মতোই এই ফোনেও 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: 12GB RAM ও 4300mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন OPPO Reno 5K

এর আগেই Realme X9 Pro এর নাম জানা গিয়েছিল, তবে এই প্রথম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে লিক পাওয়া গেছে। এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। তবে, আমরা সবাই জানি গত বছর অর্থাৎ 2020 এর নভেম্বর মাসে কোম্পানি চীনে রিয়েলমি এক্স সিরিজ পেশ করেছিল। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি চীনে ফোনটি লঞ্চ করা হবে, তবে ভারতে ফোনটি আসতে এখনও কিছু সময় লাগবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here