Exclusive: জেনে নিন 6000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M12/F12 এর ফিচার

গত মাসে আমরা এক্সক্লুসিভ জানিয়ে দিয়েছিলাম ভারতে Samsung Galaxy M12 এর প্রোডাকশন শুরু হয়ে গেছে। এবার টিপস্টার ঈশান অগ্ৰবাল এই আপকামিং লো বাজেট ফোনটি সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য জানিয়েছেন। এই ফোনটির মডেল নাম্বার SM-M127 / SM- F127 এর ওপর ভিত্তি করে এই ফোনটি গ‍্যালাক্সি এম12 বা গ‍্যালাক্সি এফ12 নামে লঞ্চ করা হবে। তবে এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় এটি কোন সিরিজে পেশ করা হবে, কারণ এই ফোনটি উভয় স্মার্টফোন সিরিজের দিকেই ঈশারা করছে।

আরও পড়ুন: তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4

টিপস্টার ঈশান জানিয়েছেন, কোম্পানি তাদের গ‍্যালাক্সি এ12 এ কাজ করছে এবং সম্ভবত এটি 2019 এ লঞ্চ করা গ‍্যালাক্সি এ10 এর আপগ্ৰেডেড ভার্সন। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ফোনটি দক্ষিণ কোরিয়াতে পেশ করা হতে পারে।

স্পেসিফিকেশন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy M12/F12 এ 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 6GB LPDDR4 RAM 128GB eMMC 5.1 স্টোরেজ থাকবে। এছাড়া ফোনটি কোম্পানির Exynos 850 SoC তে রান করবে।

আরও পড়ুন: 10 দিনে Vivo নিয়ে এল চতুর্থ স্মার্টফোন, 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে আজ লঞ্চ হল Vivo

এই ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 32/64 জিবি মেমরি ভেরিয়েন্টেও পেশ করা হতে পারে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। আশা করা হচ্ছে এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। তবে এই ফোনে ফাস্ট চার্জিং দেওয়া হবে কি না এখনও জানা যায়নি।

Samsung Galaxy M12/F12 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, তবে এর অবস্থান সম্পর্কে জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here