শাওমির জন্য স‍্যামসাঙের চ‍্যালেঞ্জ, লঞ্চ হল 4 জিবি র‍্যাম ও 5,000 এম‌এ‌এইচ ব‍্যাটারীর সঙ্গে স‍্যামসাং গ‍্যালাক্সি এম20

স‍্যামসাং আজ ভারতীয় স্মার্টফোন বাজারে এক নতুন পদক্ষেপ গ্রহণ করল। আজ কোম্পানি একদম নতুন “গ‍্যালাক্সি এম সিরিজ” এর সূচনা করেছে। গ‍্যালাক্সি এম সিরিজে শুধুমাত্র আকর্ষণীয় লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন‌ওয়ালা ফোন লঞ্চ করা হবে না, এই সিরিজের স্মার্টফোনগুলি অত্যন্ত সস্তাও।স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের সূচনা গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 ফোনদুটির মাধ্যমে করেছে। এই দুটি ফোন স‍্যামসাঙের সর্বপ্রথম ওয়াটারড্রপ নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন।

শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন

স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ ভারতের স‍্যামসাং ইউজারদের জন্য অত্যন্ত বিশেষ কারণ এই সিরিজটি ভারতেই প্রথম লঞ্চ করা হয়েছে। ভারতে লঞ্চের পর গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 ফোনদুটি অন‍্যান‍্য দেশে সেল করা হবে। স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 শপিং সাইট আমাজনে এক্সক্লুসিভ সেল করা হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,990 টাকা ও 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে গ‍্যালাক্সি এম20 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,990 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম20
স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের এই লেটেস্ট ফোন “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1,080 × 2,340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এম20 আশাহির ড্রেগনটেল গ্লাস দিয়ে প্রোটেক্টেড যা ডিসপ্লেকে দাগ ও আঘাতের হাত থেকে বাঁচায়। ফোনের তিন দিকে অত্যন্ত সরু বেজল থাকলেও এর নিচের দিকে হালকা বডি পার্ট আছে। এর ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি

স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.5 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সনোস 7904 চিপসেটে রান করে। স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এম20 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি ও এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এম20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 তে ইউএসবি টাইপ সি পোর্ট ও ফাস্ট চার্জিঙের সঙ্গে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here