শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন

বর্তমানে শাওমি ভারতের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ায় কোম্পানির স্মার্টফোনগুলি সাধারণ মানুষের বাজেটের মধ্যেই থাকে। শাওমি তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে তাদের জন্য উপহারস্বরূপ “মি ডেজ” এর সূচনা করেছে। এই সেলে শাওমি তাদের হিট ফোনগুলির ওপর ডিসকাউন্ট অফার শুরু করেছে যার মধ্যে রেডমি নোট 6 প্রো, রেডমি 6 ও রেডমি নোট 5 প্রোর সঙ্গে পোকো এফ1 ও আছে। মি ডেজে শাওমি স্মার্টফোনের ওপর 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি

শাওমি মি ডেজের আয়োজন ফ্লিপকার্টে করা হয়েছে। মি ডেজ আজ থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্ত চলবে। 30 জানুয়ারি পর্যন্ত রেডমি নোট 6 প্রো, রেডমি 6, রেডমি নোট 5 ও পোকো এফ1 ফোনগুলি ডিসকাউন্টের সঙ্গে কেনা যাবে। পোকো এফ1 এর সবচেয়ে বড় মডেল মি ডেজে 25,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই মডেলে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি আছে।

পোকো এফ1 এর 23,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট মি ডেজে 21,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত পোকো এফ1 আগামী তিন দিন 18,999 টাকা দামে কেনা যাবে। রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি কোম্পানি 13,999 টাকা দামে লঞ্চ করেছিল তবে মি ডেজে ফোনটি 12,999 টাকা দামে সেল করা হবে।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল লঞ্চ করল 269 টাকার প্রিপেইড প্ল‍্যান, 2.6 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক কিছু

রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট মি ডেজে 1,000 টাকা ছাড় দিয়ে মাত্র 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে 13,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে ও 15,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে সেল করা হবে।

মি ডেজ উপলক্ষে তিন দিন ধরে রেডমি 6 ফোনটি ছাড়ের সঙ্গে সেল করা হবে। এই সেলে রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,499 টাকা দামে কেনা যাবে ও 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here