5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual 

RealMe গত সপ্তাহে ভারতীয় মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন RealMe C3 লঞ্চ করেছে। এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে এবং এই ফোনটি 6,999 টাকার প্রাথমিক দামে সেল করা হচ্ছে। RealMe C3 কে টক্কর দেওয়ার জন্য ভারতের নাম্বার ওয়ান ব্র‍্যান্ডে পরিণত হ‌ওয়া শাওমিও তাদের নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Redmi 8A Dual ভারতে লঞ্চ করে দিয়েছে। Xiaomi Redmi 8A Dual ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 18 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্টাইলিশ পেনের সঙ্গে লঞ্চ হল Moto G8 Power এবং Moto G Stylus

Xiaomi Redmi 8A Dual

Xiaomi তাদের Redmi 8A Dual ফোনটিতে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ আইপিএস ডটনচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। কোম্পানি তাদের ফোনটি পি21 আই ন‍্যানো কোটিং দিয়ে কভার করা হয়েছে যার ফলে ফোনটি অল্প পরিমাণে জলের ছিটার হাত থেকে বাঁচতে পারে। Redmi 8A Dual ফোনটি ব্লু, হোয়াইট ও গ্ৰে কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং এই ফোনটির ডিজাইনটিকে কোম্পানি অরা গ্ৰিল এক্স ডিজাইন নাম দিয়েছে।

Xiaomi Redmi 8A Dual ফোনটি মিইউআই এর সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি দেওয়া হয়েছে। দুটি ফোনের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায‍্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল Honor 9X Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Redmi 8A Dual এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। সবচেয়ে বড় কথা Xiaomi Redmi 8A Dual এর ফ্রন্ট ও রেয়ার উভয় ক‍্যামেরা সেন্সর এআই টেকনিকযুক্ত।

Xiaomi Redmi 8A Dual একটি ডুয়েল সিম ফোন এবং এতে এক‌ই সঙ্গে দুটি সিম ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। এই ফোনে 4জি ভোএলটিইর সঙ্গে ওয়াইফাই ফিচার‌ও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। Xiaomi Redmi 8A Dual এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে ফোনটির বক্সে 10 ওয়াটের চার্জার‌ই পাওয়া যাবে। এই ফোনটিতে ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনে রিভার্স চার্জিং টেকনিক‌ও যোগ করা হয়েছে।

আরও পড়ুন: Exclusive: ভারতে লঞ্চ হতে চলেছে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত OPPO A8, দাম হবে 12,000 টাকার আশেপাশে

দাম ও সেল

Xiaomi Redmi 8A Dual এর 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টটি কোম্পানির পক্ষ থেকে 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,999 টাকা। এই ফোনটি আগামী 18 ফেব্রুয়ারি থেকে শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতেও সেল করা হবে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি আগামী দিনে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here