চলে এল Samsung Galaxy M31 এর টিজার ইমেজ, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে হবে লঞ্চ

আমরা Samsung সম্পর্কে আগেই এক্সক্লুসিভ জানিয়েছিলাম ভারতে Samsung Galaxy M31 এর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আমরা ফোনটির ক‍্যামেরা মডিউলের ফোটো শেয়ার করেছিলাম যা ফ‍্যাক্টরীতে অ্যাসেম্বল করা হচ্ছে। বিগত কয়েক দিনে Samsung Galaxy M31 ফোনটি গীকবেঞ্চ ও ওয়াইফাই অ্যালায়েন্সেও দেখা গিয়েছে যেখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচারের‌ও উল্লেখ আছে। এবার Samsung Galaxy M31 এর টিজার পোস্টার‌ও ইন্টারনেটে লিক হয়ে গেছে যেখানে শুধুমাত্র ফোনটির লঞ্চ সম্পর্কে নয় বরং এও জানা গেছে যে Samsung Galaxy M31 ফোনটিতে 64 মেগাপিক্সেলের সেন্সর থাকবে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে OnePlus 8 এবং OnePlus 8 Pro, স্পট হল আমাজনে

ইন্টারনেটে Samsung Galaxy M31 এর একটি পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে ফোনটি টিজ করা হয়েছে। এই টিজার ইমেজে Galaxy M31 লেখা আছে এবং ফোটোয় বড় করে 64 লেখা হয়েছে। এই 64 এর মধ্যে ক‍্যামেরা সেন্সরের মতো শেপ বানানো আছে। এই ফোটোটি দেখে মনে করা হচ্ছে Samsung Galaxy M31 ফোনটি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই ফোনটি ‘L’ শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে মার্কেটে পেশ করা হয়েছে।

Samsung Galaxy M31 এর পোস্টার ইমেজে #MegaMonster লেখা আছে। এই হ‍্যাশট‍্যাগ দেখে মনে করা হচ্ছে স‍্যামসাঙের এই ফোনটিও কোম্পানির পক্ষ থেকে গত বছর লঞ্চ করা Samsung Galaxy M30s এর মতো বড় ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হবে। প্রসঙ্গত কোম্পানি তাদের Samsung Galaxy M30s ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে বাজারে লঞ্চ করেছিল। Samsung Galaxy M31 এর এই পোস্টারে Coming Soon ও লেখা আছে যার ফলে আশা করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: লিক হল Nokia 5.2 এর লাইভ ইমেজ, চারটি ক‍্যামেরাসহ হতে পারে লঞ্চ

Samsung Galaxy M31 

Samsung Galaxy M31 ফোনটি কোম্পানির Samsung Galaxy M30 এবং Samsung Galaxy M30s এর আপগ্ৰেডেড ভার্সন হবে। এখনও পর্যন্ত পাওয়া লিকের তথ্য অনুযায়ী অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করবে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে মার্কেটে লঞ্চ করা হতে পারে। লিক থেকে জানা গেছে ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে Samsung Galaxy M31 ফোনে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেখা যেতে পারে।

গীকবেঞ্চে Samsung Galaxy M31 ফোনটি SM-M315F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটিতে 1.74 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। আবার ওয়াইফাই অ্যালায়েন্সে এই ফোনটিই দেখা গেছে SM-31S5/DS মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছিল। এখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে জানা গেছে Samsung Galaxy M31 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। লিস্টিং থেকে আরও জানা গেছে যে এই ফোনে 2.4 গিগাহার্টস ও 5 গিগাহার্টস ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব‍্যান্ড যোগ করা হবে।

Samsung Galaxy M31 ফোনটি কবে লঞ্চ করা হবে তা জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here