স্যামসাঙের ‘গ্যালাক্সি এম’ সিরিজের আপকামিং স্মার্টফোন Samsung Galaxy M42 5G সম্পর্কে বিগত দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমালোচনা চলছে এবং শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনে কাজ করছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে এই ফোনের আলাদা আলাদা স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। আজ নিউজ এজেন্সি IANS লঞ্চের আগেই Samsung Galaxy M42 5G এর দাম জানিয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে কোম্পানি তাদের এই আগামী ফোনটি 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যবর্তী বাজেটে পেশ করবে এবং এই মাস অর্থাৎ এপ্রিল মাস শেষ হওয়ার আগেই এই ফোনটি মার্কেটে লঞ্চ করা হতে পারে।
IANS ইন্ডাস্ট্রি সোর্স মারফত আপকামিং Samsung Galaxy M42 5G সম্পর্কে এই তথ্য পেয়েছে। রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস শেষ হওয়ার আগেই ভারতে Samsung Galaxy M42 5G ফোনটি লঞ্চ করা হবে এবং আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানি এই ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দেবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। রিপোর্টে আরও বলা হয়েছে কোম্পানি তাদের Samsung Galaxy M42 5G ফোনটির দাম 20,000 হাজার টাকা থেকে 25,000 টাকার মধ্যে রাখবে। তবে ফোনটি কতগুলি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি।
সম্ভাব্য স্পেসিফিকেশন
Samsung Galaxy M42 সম্পর্কে রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটে রান করবে এবং এই চিপসেট থাকার ফলে এই ফোনটি 5জি কানেক্টিভিটিসম্পন্ন হবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে Samsung Galaxy M42 5G ফোনটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 6,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে ডিটেইলস
মনে করা হচ্ছে Samsung Galaxy M42 5G তে 6.6 ইঞ্চির HD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এতে ইনফিনিটি ইউ ওয়াটারড্রপ নচ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে এবং এর সঙ্গে এতে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি সেন্সর ছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে Samsung Galaxy M42 5G এর ফ্রন্ট প্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। 5জি কানেক্টিভিটির পাশাপাশি এতে 4জি ভোএলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্টের মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে Samsung Galaxy M42 5G ফোনটির লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন