লঞ্চ হল Samsung Galaxy M55 5G, পাওয়া যাবে 50MP সেলফি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

স্যামসাঙ কিছু দিন আগে ভারতে Galaxy A55 এবং Galaxy A35 নামের দুটি স্মার্টফোন পেশ করেছিল। এবার কোম্পানি তাদের M-সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করেছে। Samsung Galaxy M55 5G নামের এই ফোনটি ব্রাজিলের মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনে 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিটস পীক ব্রাইটনেস এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফত্নির ব্যাক প্যানেলে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য পলিকার্বনের বডি দিয়ে তৈরি এই ফোনে IP67 রেটিং দেওয়া হয়েছে।

ডায়মেনশন এবং ওজন: এই ফোনের ওজন 180 এবং থিকনেস 7.8mm।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1 সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy M55 5G ফোনের দাম

Samsung Galaxy M55 ফোনটি ব্রাজিলে BZR 2,699 অর্থাৎ প্রায় 45,024 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Light Green এবং Dark Blue কালারে সেল করা হবে। আশা করা হচ্ছে এই ফোনটি ভারত ছাড়া অন্যান্য মার্কেটে শীঘ্রই লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here