Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর দাম হলো লিক, লঞ্চ হবে 7 আগস্ট

দীর্ঘদিন ধরেই Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ সম্পর্কে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে। আমরাও কিছু দিন আগে এফসিসিতে শেয়ার করা Samsung Galaxy Note 10 এর ফোটো আপনাদের দেখিয়েছিলাম। এবার এই আগামী স্মার্টফোনের দাম লিক হয়েছে।

বাচ্চার হাতে ছিলো iPhone 6, হঠাৎ করেই ধরে গেল আগুন

নতুন লিক অনুযায়ী Samsung Galaxy Note 10 এর 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ইউরোপের মার্কেটে 999 ইউরো (প্রায় 77,000 টাকা) দামে পেশ করা হবে। এছাড়া Samsung Galaxy Note 10+ এর দাম‌ও জানা গেছে। WinFuture এর রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Note 10 এর প্রাথমিক দাম 999 ইউরো (প্রায় 77,000 টাকা) রাখা হবে। Samsung Galaxy Note 10+ এর দাম 1,149 ইউরো (প্রায় 89,000 টাকা) হবে। এই দাম 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। আরও জানা গেছে আগামী 9 আগস্ট থেকে কোম্পানির ঘরোয়া মার্কেটে Samsung Galaxy Note 10 সিরিজের প্রিঅর্ডার চালু হয়ে যাবে।

এছাড়া Samsung এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি শুধুমাত্র সাউথ কোরিয়াতে Galaxy Note 10 এর 5জি ভেরিয়েন্ট লঞ্চ করবে। কিন্তু আন্তর্জাতিক মার্কেটে Samsung Galaxy Note 10 এর 5জি ও 4জি দুটি মডেল‌ই পাওয়া যাবে। Samsung Galaxy Note 10 এর প্রাথমিক দাম 1.2 মিলিয়ন দক্ষিণ কোরিয়ান ভন (প্রায় 70,000 টাকা) থেকে শুরু হতে পারে। তবে Samsung Galaxy Note 10+ এর বেস ভেরিয়েন্টের দাম 1.4 মিলিয়ন দক্ষিণ কোরিয়ান ভন (প্রায় 85,500 টাকা) হতে পারে।

ভারতে আসতে চলেছে Oppo A9, জানা গেল ওয়েবসাইট থেকে, দাম হবে মাত্র 15,990 টাকা

কিছু দিন আগে এই ফোনটি গীকবেঞ্চে সার্টিফায়েড হয়েছিল। সেই তথ্য অনুযায়ী এতে স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসরের সঙ্গে 6 জিবি র‍্যাম থাকবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Galaxy Note 10 এ 6.4 ইঞ্চির ডায়নামিক এমোলেড ডিসপ্লে দেখা যেতে পারে এবং এই ডিভাইসটির 128 জিবি স্টোরেজ অপশনযুক্ত বেস ভেরিয়েন্টসহ পেশ করা হতে পারে। জানা গেছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,170 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে। আবার অন‍্যদিকে Galaxy Note 10 Pro মডেলে এর থেকে একটু বড়ো 6.8 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। বলা হচ্ছে এই ফোনটির 256 জিবি স্ট‍্যান্ডার্ড স্টোরেজ অপশন থাকবে এবং এর একটি 1 টিবি মেমরি ভেরিয়েন্ট‌ও থাকবে বলে মনে করা হচ্ছে। এতেও 4,170 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

কিছু দিন আগে আরও একটি রিপোর্ট পাওয়া গেছে যেখানে একটি রাশিয়ান পাবলিকেশন Hi Tech Mail জানিয়েছে Samsung Galaxy Note 10 এর দাম 1,100 ডলার থেকে 1,200 ডলারের মধ্যে হতে পারে। শোনা যাচ্ছে Samsung Galaxy Note 10 এর একটি অ্যাফোর্ডেবল ভার্সন‌ও থাকবে, যার মধ্যে রেগুলার ভেরিয়েন্টের থেকে কিছু কম ফিচার দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here