বাচ্চার হাতে ছিলো iPhone 6, হঠাৎ করেই ধরে গেল আগুন

স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। আরও একবার একটি ফোনে আগুন ধরার ঘটনা জানা গেল। ক‍্যালিফোর্নিয়ার একটি 11 বছর বয়সী বাচ্চা মেয়ের অ্যাপেল iPhone 6 এ হঠাৎ আগুন লেগে যায় এবং সে যথেষ্ট ভয় পায়।

ভারতে আসতে চলেছে Oppo A9, জানা গেল ওয়েবসাইট থেকে, দাম হবে মাত্র 15,990 টাকা

9 টু 5 মেক এর রিপোর্টে অনুযায়ী যখন ফোনে আগুন লাগে তখন সে বিছানায় বসে ছিল। এই ঘটনায় বিছানার চাদরে ফুটো হয়ে যায় এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে মেয়েটি তাঁঁর ফোন ছুঁড়ে ফেলে দেয়। তাঁর কথা অনুযায়ী যখন সে ফোন হাতে নিয়ে বসে ছিল তখন হঠাৎ করেই ফোন থেকে ফুলকি বেরিয়ে আসতে শুরু করে।

মেয়েটির মা মারিয়া ওডাটা অ্যাপেল হেল্পলাইন নাম্বারে ফোন করেন। তাকে তখন বলা হয় আইফোনটির ফোটো পাঠাতে এবং স্থানীয় রিটেইলারের সঙ্গে যোগাযোগ করতে। মারিয়া বলেন এই দুর্ঘটনায় তাঁর মেয়ের গায়ে আগুন লেগে সে আহত হতে পারতো। তিনি মেয়েটির সম্পূর্ণ ভাবে সুস্থ থাকায় যথেষ্ট স্বস্তি অনুভব করছেন।

8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 19 জুলাই লঞ্চ হবে Oppo K3, জানালো কোম্পানি

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এমন অনেক কারণ থাকতে পারে যার ফলে একটি আইফোনে আগুন ধরতে পারে। যেমন, অযাচিত কেবল ও চার্জারের ব‍্যবহার। কোম্পানি এই ঘটনার তদন্ত করছে।

প্রসঙ্গত কিছু দিন আগে ইউএসের টোরেন্টো শহরে Google Pixel 3 XL এ আগুন লাগার ঘটনা জানা যায়। এই স্মার্টফোন ইউজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনা সম্পর্কে জনগণের দৃষ্টি আকর্ষন করেন। এই ইউজার পুড়ে যাওয়া ফোনটির ফোটোও শেয়ার করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউজার বলেন চার্জিংয়ের সময় তাঁর Google Pixel 3 XL অত্যন্ত গরম হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ফোন থেকে ধোঁয়া বেরাতে থাকে এবং তাতে আগুন লেগে যায়।

Exclusive : 4 নয়, ভারতে লঞ্চ হবে Realme 5, Realme 4 এর লিক হ‌ওয়া বক্স ফেক

ইউজার জানান তিনি তাঁঁর Google Pixel 3 XL ফোনটি একটি ঘরে চার্জে লাগিয়ে রেখেছিলেন। চার্জে বসানো অবস্থাতেই তিনি টের পান তাঁর ফোন গরম হচ্ছে। ফোন ঠান্ডা করার জন্য তিনি চার্জিং বন্ধ করে দেন এবং চার্জার খুলে দেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ফোন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়া বেরাতে দেখে তিনি তাঁর ফোন ব‍্যালকনি থেকে বাইরে ফেলে দেন। বাইরে ফেলার পর ইউজার লক্ষ্য করেন ফোন থেকে বেরানো ধোঁয়ার পরিমাণ যথেষ্ট বেড়ে যায় এবং হঠাৎ করেই ফোনে আগুন লেগে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here